মানবসম্পদবিকাশমন্ত্রক
দেশের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়েছে
Posted On:
15 FEB 2021 2:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
কোভিড বিধি মেনে সারাদেশে কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে পঠন-পাঠন শুরু হওয়ার পর শিক্ষার্থীদের উপস্থিতির হার যথেষ্ট সংখ্যক বেড়েছে। গত অক্টোবর থেকে ধারাবাহিক ক্রমে কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে ক্লাস শুরু হয়েছে।
দেশের সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় থেকে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে জানা গেছে যে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত নবম শ্রেণীতে ৪২ শতাংশ, দশম শ্রেণীতে ৬৫ শতাংশ, একাদশ শ্রেণীতে ৪৮ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীতে ৬৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এই পরিসংখ্যানের পরেও শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন ক্রমশই বাড়ছে বলে জানা গেছে। যে সমস্ত রাজ্যে সংশ্লিষ্ট সরকার বিদ্যালয় খোলার অনুমতি দিয়েছে সেখানে কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়েছে।
অভিবাবকদের অনুমতিক্রমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ক্লাস করছে। কেন্দ্রীয় সরকার কোভিড জনিত পরিস্থিতিতে বিদ্যালয় খোলার ক্ষেত্রে যে সমস্ত নির্দেশিকা জারি করেছেন তা যথাযথভাবে মেনে কেন্দ্রীয় বিদ্যালয় গুলোতে পঠন-পাঠন চালানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রীয় বিদ্যালয়ে সরকারের এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, যেসব শিক্ষার্থী এখনো বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠনের সুযোগ নিতে পারেনি, তাদের জন্য বিকল্প হিসেবে অনলাইন ক্লাসও চালানো হচ্ছে। শিক্ষার্থীরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষক- শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
***
CG/ SB
(Release ID: 1698159)
Visitor Counter : 210