সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে "হুনার হাট" এর আয়োজন করেছে

Posted On: 14 FEB 2021 1:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ২৬তম  “হুনার হাট”  মন্ত্রক এর আয়োজন করেছে।এই  “হুনার হাট” এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপজাতি কারিগড় অংশ নেবন।আগামী ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এর উদ্বোধন করবেন।কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ  মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মাণ্ডভ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই “হুনার হাট” চলবে পয়লা মার্চ পর্যন্ত। এবারে “হুনার হাট” এ "ভোকাল ফর লোকাল" এর বিশেষ জোর দেওয়া হয়েছে। 
 
 
 কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নকভী আজ  জানিয়েছেন  যে দেশের উপজাতি  কারিগর ও অন্যান্য  কারিগরদের উপজাতীয় পণ্য সামগ্রী তুলে ধরার একটি অন্যতম  প্ল্যাটফর্ম হল " হুনার হাট "। এখান থেকে  ৫ লক্ষেরও বেশি কারিগড়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি পেয়েছে। তিনি জানান ৩১ টির  বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত  অঞ্চলের উপজাতি  কারিগর এবং অন্যান্য  কারিগরেরা  নতুন দিল্লির "হুনার হাট" এ অংশ নেবেন।  অন্ধ্র প্রদেশ, আসাম, বিহার, চন্ডীগড়, ছত্তিসগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, লাদাখ, মধ্য প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, পুডুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ ইত্যাদি  রাজ্যের উপজাতিদের তৈরি অতুলনীয়  হস্তনির্মিত পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রর জন্য জওহরলাল নেহেরু স্টেডিয়ামে "হুনার হাটে" অংশ নিচ্ছেন শিল্পীরা ।
 
আগামী দিনে গোয়া, ভোপাল, জয়পুর, চণ্ডীগড়, মুম্বাই, রাঁচি, সুরাত / আহমেদাবাদ, কোচি, ভুবনেশ্বর, পাটনা, জম্মু-কাশ্মীর সহ অন্যান্য জায়গায় "হুনার হাট" এর আয়োজন করা হবে।
 
***
 
 
 
CG/SS


(Release ID: 1697968) Visitor Counter : 217