কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

পারিবারিক পেনশনের ঊর্দ্ধসীমা মাসে ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করা হয়েছে : জীতেন্দ্র সিং

Posted On: 12 FEB 2021 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১২  ফেব্রুয়ারি, ২০২১

 

          উত্তর পূর্বাঞ্চলের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন-অভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং জানিয়েছেন পারিবারিক পেনশনের ঊর্দ্ধসীমা মাসে ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করা হয়েছে। তিনি জানিয়েছেন মৃত কর্মীদের পরিবারের সদস্যদের এর ফলে সহজ জীবনযাত্রার নিশ্চিত হবে। মন্ত্রী জানিয়েছেন, পেনশন ও পেনশনার কল্যণ মন্ত্রক এ বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। কোনো শিশুর বাবা এবং মা মারা গেলে সে তাদের পেনশন পেয়ে থাকে। নতুন নিয়মের ফলে এই দুটি পেনশন মিলিয়ে সর্বোচ্চ সীমা মাসে ১ লক্ষ ২৫ হাজার টাকা হবে- যা আগের পরিমাণের আড়াই গুণ বেশি।

      ১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশনের নিয়মাবলীর ৫৪ নম্বর ধারার ১১ নম্বর উপধারা অনুসারে স্বামী এবং স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী হলে তাদের উভয়ের পেনশনই সন্তান পাবে। এর আগে দুটি পেনশনের মোট পরিমাণ ৪৫ হাজার টাকার বেশি ছিলনা। এখন তা বাড়ানো হল। এ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ নানা মন্ত্রক ও দপ্তর থেকে পাওয়া গেছে। সরকারি কর্মচারীদের মধ্যে স্বামী বা স্ত্রী মারা গেলে অন্যজন সরকারি কর্মচারী হলে তিনি প্রয়াত জীবন সঙ্গীর এবং নিজের౼ দুটি পেনশনই পাবেন। সেক্ষেত্রেও সর্বোচ্চ  পরিমাণের এই  একই নীতি থাকবে।

***

 

CG/CB /NS



(Release ID: 1697571) Visitor Counter : 97