শিল্পওবাণিজ্যমন্ত্রক

বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে ভারত – ইইউ-র মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বার্তালাপ

Posted On: 06 FEB 2021 9:36AM by PIB Kolkata
নতুন দিল্লি, 6 ফেব্রুয়ারী, ২০২১
 
বাণিজ্য এবং বিনিয়োগের বিষয় নিয়ে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বার্তালাপ অনুষ্ঠিত হয়েছে। এই বার্তালাপে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী সহ-সভাপতি তথা বাণিজ্য কমিশনার মিঃ ভালডিস ডম্ব্রভস্কিস।
 
দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কের বিষয়ে মন্ত্রী পর্যায়ে দিশানির্দেশের লক্ষ্যে গত বছরের জুলাইয়ে  ভারত – ইইউ নেতৃত্বের মধ্যে ১৫-তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই পথ অনুসরণ করেই শুক্রবার (৫ ফেব্রুয়ারী) এই বর্তালাপ অনুষ্ঠিত হয়েছে। 
 
বার্তালাপে আলোচনার সময় মন্ত্রী কোভিড-১৯ পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও সংহতির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে সম্পর্ক আরো মজবুত করে তোলার জন্য ঐক্যমত পষোণ করেন।
 
তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে আগামী তিন মাসের মধ্যে ফের একবার বৈঠকে বসতে সম্মত হয়েছেন। ভারত এবং ইইউ-র মধ্যে বহুপাক্ষিক বার্তালাপের ফলে সহযোগিতা ও সম্ভাবনাময় দিকগুলির প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। 
 
এদিনের আলোচনায় দ্বিপাক্ষক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির বিষয় নিয়েও মতবিনিময় চলে। মন্ত্রীরা ঐক্যমত হয়েছেন যে, ভারত – ইইউ-র মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশিদারিত্বের বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।
 
***
 
 
 
CG/SS/AS


(Release ID: 1695977) Visitor Counter : 182