আদিবাসীবিষয়কমন্ত্রক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আদিবাসীদের হস্তশিল্প সামগ্রীর ঝলক দিল্লি হাট-এ

Posted On: 06 FEB 2021 11:43AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২১
 
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ২০০ টিরও বেশি অনন্য উপজাতি সম্প্রদায়ের বসবাস।দেশের অন্যতম বিচিত্র ও প্রাণবন্ত এই অঞ্চলের আদিবাসীদের তৈরি হস্ত শিল্প সামগ্রী নিয়ে প্রদর্শনী এবং স্টল দিল্লি হাটে যথেষ্ট সাড়া ফেলেছে।
 
উত্তর-পূর্ব অঞ্চলের আদিবাসীদের নিজস্ব একটি সম্বৃদ্ধ কারুশিল্পের ঐতিহ্য রয়েছে। এটি তাঁদের সহজাত সরলতা, পার্থিবতা এবং পরিচয় প্রতিফলিত করে। তাঁদের এই হস্তশিল্পের সম্ভার প্রদর্শিত হয়েছে দিল্লি হাটে। তুলো বা এরি দিয়ে তৈরি বোডো বুনন বা রেশম বস্ত্র কিংবা নাগাল্যান্ড এবং মনিপুরের তৈরি হাতে বোনা শাল বা আসামে তৈরি বাঁশের ঝুড়ি, বেতের চেয়ার প্রভৃতি এই হাটে বিপণনের ব্যবস্থা হয়েছে। এর পাশাপাশি মধু, মসলা বা ওষধির মতো সামগ্রী রয়েছে। 
 
এই অঞ্চলের সেরা তন্তুজীবীদের মধ্যে অন্যতম মহিলা তন্তু জীবিরা সূক্ষ্ম বূননের জন্য সুবিদিত। তাঁদের পণ্যসম্ভার বিপণনের এখন প্রসার ঘটেছে। এঁদের তৈরি কুর্তা, পোশাক, স্টোলস, টপস বা কুর্তি সহ আনুষাঙ্গিক পোষাকের চাহিদা রয়েছে। আবার আসামে তৈরি মোগা সিল্কের শাড়ি বা মেখলা চাদর অথবা এমব্রয়ডারি করা ব্লাউজের সুনাম রয়েছে। এছাড়াও সিকিম ও মনিপুরের নির্মিত পণ্যসামগ্রী ওই হাটে বিপণনের ব্যবস্থা রয়েছে।
 
দিল্লি হাটে আয়োজিত এই প্রদর্শনীর চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1695821) Visitor Counter : 254