শিল্পওবাণিজ্যমন্ত্রক

শিল্প সংস্থাগুলির জন্য এক জানলা অনুমোদন ব্যবস্থাপনা

Posted On: 05 FEB 2021 3:06PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৫ ফেব্রুয়ারি, ২০২১

        দেশে শিল্প সংস্থাগুলির অনুমোদন এবং ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে কেন্দ্র এক জানলা ব্যবস্থা সূচনা করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।  তথ্যপ্রযুক্তির বিভিন্ন মঞ্চ থাকা সত্ত্বেও বিনিয়োগের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির একক জানালা ব্যবস্থা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন দপ্তরের থেকে তথ্য সংগ্রহ করতে হয় এবং ছাড়পত্রের অনুমতি পেতে হয়। এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় স্তরে একটি বিনিয়োগ ছাড়পত্র সেল তৈরি করা হয়েছে যার মাধ্যমে বিনিয়োগের আগে বিভিন্ন পরামর্শ ও তথ্য, ল্যান্ডব্যাঙ্ক সংক্রান্ত তথ্য, কেন্দ্র এবং রাজ্যস্তরে বিভিন্ন ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে। ২০২০-২১ অর্থবর্ষের বাজেটে এই ঘোষণা করা হয়েছিল।  

        এই সেলে ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বিভিন্ন ছাড়পত্র দেওয়া হবে যার সাহায্যে ভারতে ব্যবসায়িক কাজকর্ম শুরু করা যাবে। বিনিয়োগ সংক্রান্ত ছাড়পত্রের এই সেলটি জাতীয় পোর্টালের সঙ্গে যুক্ত থাকবে যার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন মন্ত্রক ও দপ্তর একযোগে কাজ করবে। এর ফলে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তর এবং প্ল্যাটফর্ম গিয়ে তথ্য ও ছাড়পত্র সংগ্রহ করতে হবে না। বিনিয়োগকারীদের সময় বাঁচবে ও নির্দিষ্ট সময়ে তাদের কাজ শুরু করতে পারবে।

        রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী শ্রী সোম পরকাশ।

 ***

 

 

CG/CB/NS



(Release ID: 1695651) Visitor Counter : 116