অর্থমন্ত্রক

দেশে প্রথম ডিজিটাল জনগণনার জন্য ৩,৭৬৮ কোটি টাকা বরাদ্দ

Posted On: 01 FEB 2021 2:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২১

 

সংসদে আজ বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন বাজেটের ছটি স্তম্ভের একটিতে অর্থাৎ ন্যূনতম সরকার, সর্বোচ্চ সরকার পরিচালনার জন্য সংস্কারের পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন যে, আসন্ন যে জনগণনা হবে তা হবে ডিজিটাল এবং ভারতের ইতিহাসে এই প্রথম। এজন্য ২০২১-২২ আর্থিক বছরে মোট ৩,৭৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী জানিয়েছেন যে, ৫৬ টি অনুমোদিত স্বাস্থ্যসেবা পেশার স্বচ্ছ ও দক্ষ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড হেলথকেয়ার প্রফেশনালস বিলটি সংসদে উত্থাপন করেছে। তিনি বলেন, নার্সিং পেশায় স্বচ্ছতা, দক্ষতা এবং প্রশাসনিক সংস্কার সাধনের জন্য ন্যাশনাল নার্সিং ও মিডওয়াইফারি কমিশন বিলটি সরকার পেশ করবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দ্রুত বিচার পাওয়ার লক্ষ্যে সরকার গত কয়েক বছরে ট্রাইব্যুনাল গুলিতে সংস্কার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

পর্তুগীজদের হাত থেকে মুক্ত হয়ে গোয়া তার হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছে। এজন্য কেন্দ্র গোয়া সরকারকে ৩০০ কোটি টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে। 

***

CG/ SB


(Release ID: 1694266) Visitor Counter : 276