অর্থমন্ত্রক

১৩টি ক্ষেত্রে পিএলআই প্রকল্পের জন্য ২০২১-২২ অর্থবর্ষের শুরু থেকে আগামী ৫ বছরে ১.৯৭ লক্ষ কোটি টাকা অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি

Posted On: 01 FEB 2021 1:41PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি, ২০২১
                   
           

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন আজ সংসদে ২০২১-২২ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেছেন। এই বাজেট পেশ করার সময় তিনি জানিয়েছেন বিশ্বব্যাপি শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা প্রদান এবং দেশের যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার মূল ক্ষেত্রগুলি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ২০২১-২২ অর্থবর্ষের শুরু থেকেই আগামী ৫ বছর ১৩টি ক্ষেত্রে উপাদন ভিত্তিক উসাহ প্রকল্পের জন্য ১.৯৭ লক্ষ কোটি আর্থিক ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি।

                 শ্রীমতি সীতারমন জানান ভারতের উপাদনকারী সংস্থাগুলিকে গ্লোবাল সাপ্লাই চেনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত গঠনের জন্য ১৩টি ক্ষেত্রে ৎপাদন ভিত্তিক উসাহ প্রকল্পে বিশ্বমানের উপাদন সংস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে তিনি জানান।

                 ৩ বছরের মধ্যে ৭টি নতুন বস্ত্র পার্কের সূচনা করা হবে। তিনি আরও জানান বস্ত্র শিল্পকে বিশ্বব্যাপি প্রতিযোগী মুখী করে তুলতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে মেগা ইনভেস্টমেন্ট টেক্সটাইল পার্ক (এমআইটিআরএ)-এর প্রস্তাব দেওয়া  হয়েছে এবারের বাজেটে।

 
***
 
 
 
 
CG/SS/NS

(Release ID: 1694008) Visitor Counter : 266