অর্থমন্ত্রক

আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আরও সক্রিয় এবং চক্রাকার বর্হিভূত আর্থিক ব্যবস্থার সংস্থান অর্থনৈতিক সমীক্ষায়

प्रविष्टि तिथि: 29 JAN 2021 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ জানুয়ারি, ২০২১




ভারতীয় আর্থিক প্রেক্ষাপট অনুযায়ী অর্থনৈতিক সমীক্ষায় এমন একটি সক্রিয় রাজস্ব ব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছে যা বিকাশ হারকে ত্বরান্বিত করার পাশাপাশি ঋণ স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। তবে ঋণ স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে আর্থিক বিকাশ হার ত্বরান্বিত করার সরাসরি কোনও সম্পর্ক নেই। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন আজ সংসদে ২০২০-২১এর অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন।


কোভিড-১৯ সংকটের সময় রাজস্ব খাতে আরও বেশি ব্যয় বরাদ্দের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অর্থনৈতিক সমীক্ষায় সংকটের সময় ভারতে রাজস্ব নীতি ব্যবস্থার সর্বাধিক সুদৃঢ়তার বিভিন্ন দিক যাচাই করে দেখা হয়েছে। এই প্রেক্ষিতে সমীক্ষায় বলা হয়েছে আর্থিক বিকাশের ফলে ঋণ স্থিতিশীলতা অক্ষুন্ন থাকলেও ঋণ স্থিতিশীলতার সঙ্গে আর্থিক বিকাশের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। সমীক্ষায় বলা হয়েছে ঋণ স্থিতিশীলতার বিষয়টি নির্ভর করে সুদের হার ও বিকাশ হারে পার্থক্যের ভিত্তিতে। ভারতীয় অর্থ ব্যবস্থার সম্ভাব্য উচ্চহারে বিকাশের সঙ্গে ভারত সরকার ঋণের ক্ষেত্রে যে সুদ দেয় তা ভারতের বিকাশ হারের তুলনায় কম। এই কারণে অর্থনৈতিক সমীক্ষায় রাজস্ব নীতির ক্ষেত্রে আরও সক্রিয় চক্রাকার বর্হিভূত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।


সমীক্ষায় আরও বলা হয়েছে সুপরিকল্পিত ও সুবিন্যস্ত সুদৃঢ় রাজস্ব নীতি আর্থিক ক্ষেত্রে ভালো পরিণাম দিতে পারে। প্রথমত সরকারি বিনিয়োগ প্যাকেজের মাধ্যমে সম্ভাব্য বিকাশ হারকে ত্বরান্বিত করতে পারে। দ্বিতীয়ত জাপানের মতো মন্থর বিকাশ হারের ব্যবস্থায় পর্যবসিত হওয়া থেকে ভারতীয় অর্থনীতির ঝুঁকি হ্রাস করতে পারে।

***



CG/BD/NS


(रिलीज़ आईडी: 1693588) आगंतुक पटल : 326
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Punjabi , Telugu , Kannada , Malayalam