অর্থমন্ত্রক

আত্মনির্ভর ভারত উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে রাজস্ব নীতি ব্যবস্থা

Posted On: 29 JAN 2021 3:35PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৯ জানুয়ারি, ২০২১



অর্থনৈতিক সমীক্ষায় আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় রাজস্ব নীতি ব্যবস্থার ব্যাপারে সরকার চাহিদা ও যোগানে সামঞ্জস্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে। মহামারীর প্রভাব কাটিয়ে উঠে এবং অর্থব্যবস্থার পুনরুদ্ধারে পরিপূরক ব্যবস্থা গ্রহণে সরকারের এই পদক্ষেপ। সংসদে আজ ২০২০-২১এর অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন। এই অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে মহামারীর ক্ষেত্রে ভারত সরকারের রাজস্ব নীতি ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় পৃথক। অন্যান্য দেশগুলিতে অর্থনীতির পুনরুজ্জীবনে বিশেষ স্টিমুলাস প্যাকেজ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ভারত সরকার অর্থ ব্যবস্থার পুনরুজ্জীবনে পর্যায়ক্রমিক পদক্ষেপ গ্রহণ করেছে।
২০২০-২১এর অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে সরকার বিশ্বের বৃহত্তম খাদ্যশস্য বন্টন কর্মসূচি, জনধন অ্যাকাউন্টগুলিতে সরাসরি অর্থ হস্তান্তর, ঋণ সুবিধা গ্রহণে সরকারের গ্যারান্টি বা নিশ্চয়তা প্রভৃতি বিষয়ে অগ্রাধিকার দিয়েছে। অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে, সেইসঙ্গে মূলধন বিনিয়োগ, উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা তথা ক্রয় ক্ষমতা বাড়াতে একাধিক ফিসক্যাল স্টিমুলাস বা রাজস্ব নীতি সম্প্রসারণ ব্যবস্থার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রাক বাজেট সমীক্ষায় দেখা গেছে ২০১৯-২০তে প্রাথমিক রাজস্ব ঘাটতি জিডিপি-র ৪.৬ শতাংশ। অবশ্য ২০১৯-২০র সংশোধিত হিসেব অনুযায়ী যে রাজস্ব ঘাটতির অনুমান করা হয়েছিল এটি তার তুলনায় ০.৮ শতাংশ পয়েন্ট বেশি। সমীক্ষায় আরও দেখা গেছে গত ৩ মাসে মাসিক জিএসটি সংগ্রহের পরিমাণ প্রতিবার ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। গত ডিসেম্বর জিএসটি রাজস্ব সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১.১৫ লক্ষ কোটি, যা ২০১৯এর ডিসেম্বরের তুলনায় ১২ শতাংশ বেশি। উল্লেখ করা যেতে পারে জিএসটি ব্যবস্থা চালু হওয়ার সময় থেকে এটি এ পর্যন্ত মাসিক জিএসটি সংগ্রহের দিক থেকে সর্বাধিক।
একইভাবে প্রাক বাজেট সমীক্ষায় দেখা গেছে ঋণ বর্হিভূত মূলধন পরিমাণ দাঁড়িয়েছে ২.৩ লক্ষ কোটি, যা ২০২০-২১এর বাজেট হিসেব অনুযায়ী জিডিপি-র ১ শতাংশ। এবারের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মোট সরকারি ব্যয়ের পরিমাণ গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে দাঁড়িয়েছে বাজেট হিসেবের ৬২.৭ শতাংশ। একইভাবে বাৎসরিক ভিত্তিতে মোট ব্যয়ের পরিমাণ ১১ শতাংশ বেড়েছে। এছাড়াও ২০২০-২১ বাজেট হিসেব অনুযায়ী রাজস্ব খাতে ব্যয়ের পরিমাণ ১১.৯ শতাংশ বাড়বে বলে অনুমান করা হয়েছে।

***



CG/BD/NS


(Release ID: 1693587) Visitor Counter : 218