সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
রাজ্য ওয়াকফ পর্ষদগুলির আধিকারিকদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে মুখতার আব্বাস নাকভি
Posted On:
28 JAN 2021 1:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নাকভি আজ বলেছেন, ‘ধ্বংসের ঢেউ’ কখনই ‘উন্নয়নের প্রবাহ’কে অবরুদ্ধ করতে পারবে না। সরকার উন্নয়নের জন্য যে দৃঢ় সংকল্প নিয়েছে, তার পেছনে নিহীত রয়েছে মর্যাদার সঙ্গে সকলের অগ্রগতি এবং বৈষম্য ছাড়াই উন্নতি। সরকারের এই মানসিকতার ফলে অভাবনীয় পরিণাম মিলেছে। এমনকি, সমাজের প্রতিটি শ্রেণীর উন্নয়নের স্রোতে সমান অংশীদার হয়ে উঠেছে।
রাজ্য ওয়াকফ পর্ষদগুলির আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় ওয়াকফ পর্ষদের আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে আজ ভাষণ দিতে গিয়ে শ্রী নাকভি বলেন, স্বাধীনতার পর এই প্রথম সরকার আর্থ-সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তিগুলিতে বৃহৎ পরিকাঠামো গড়ে তুলেছে। ওয়াকফ নথিপত্রের ডিজিটাইজেশনের লক্ষ্যে সরকারের নিরলস অভিযানের ফলে একাধিক ওয়াকফ সম্পত্তি কায়েমী স্বার্থের খপ্পড় থেকে এবং ওয়াকফ মাফিয়াদের কবল থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।
শ্রী নাকভি আরও জানান, গত ৬ বছরে সরকার প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় দেশে বিভিন্ন এলাকায় ওয়াকফ জমিগুলিতে বিদ্যালয়, কলেজ, আইটিআই, পলিটেকনিক, ছাত্রী নিবাস, হাসপাতাল, কম্যুনিটি হল প্রভৃতি নির্মাণ করেছে। এমনকি, কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন কেন্দ্র সহ মৌলিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
শ্রী নাকভি বলেন, মৌলিক এই পরিকাঠামোগুলি গড়ে তোলার ফলে অভাবী মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত হয়েছে এবং যুবসম্প্রদায়ের কাছে কর্মসংস্থানের সুবিধা বেড়েছে। তিনি আরও জানান, স্বাধীনতার সময় থেকে এই প্রথমবার সরকার বিদ্যালয়, কলেজ, আইটিআই, পলিটেকনিক, হাসপাতাল, ছাত্রী নিবাস, কম্যুনিটি হল প্রভৃতি নির্মাণে ১০০ শতাংশ পর্যন্ত তহবিল সহায়তা দিয়েছে। দেশের পিছিয়ে পড়া এলাকাগুলিতে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় ওয়াকফ জমিগুলিতে দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও মৌলিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
আগে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য দেশে কেবল ৯০টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার উন্নয়ন কর্মসূচির সম্প্রসারণ ঘটিয়েছে এবং ৩০৮টি জেলা, ৮৭০টি ব্লক, ৩৩১টি শহর এবং কয়েক হাজার গ্রামকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার পরিসংখ্যান তুলে ধরে শ্রী নাকভি বলেন, দেশে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লক্ষ ৬৪ হাজার। রাজ্য ওয়াকফ পর্ষদগুলির ডিজিটাইজেশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দেশের অগ্রণী প্রতিষ্ঠানগুলির সহায়তায় ওয়াকফ সম্পত্তির জিও ট্যাগিং বা জিপিএস মানচিত্র নির্মাণের কাজ যুদ্ধকালীন ভিত্তিতে এগিয়ে চলেছে। প্রতিটি রাজ্যের ওয়াকফ পর্ষদে ভিডিও কনফারেন্সের সুবিধা গড়ে তোলা হয়েছে বলেও শ্রী নাকভি জানান।
সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বলেন, জম্মু – কাশ্মীর এবং লেহ – কার্গিলে ওয়াকফ পর্ষদ গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ওয়াকফ পর্ষদ গড়ে উঠলে পর্ষদের অধীন সহায়-সম্পদের আরও যুক্তিসঙ্গত সদ্ব্যবহার সুনিশ্চিত হবে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় জম্মু – কাশ্মীর এবং লেহ – কার্গিলে আর্থ-সামাজিক এবং শিক্ষামূলক পরিকাঠামো গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা দেবে বলেও তিনি জানান। ইতিমধ্যেই এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে হাজার হাজার ওয়াকফ সম্পত্তির নিবন্ধীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে, ওয়াকফ সম্পত্তিগুলির ডিজিটাইজেশনের পাশাপাশি, জিও ট্যাগিং বা জিপিএস মানচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শেষ হবে বলেও শ্রী নাকভি জানান।
***
CG/BD/SB
(Release ID: 1692940)
Visitor Counter : 241