স্বরাষ্ট্র মন্ত্রক

২০২০-র জীবন রক্ষা পদক সিরিজের পুরস্কার প্রাপকদের নাম অনুমোদন করেছেন রাষ্ট্রপতি

Posted On: 25 JAN 2021 3:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জানুয়ারি, ২০২১
 
রাষ্ট্রপতি ২০২০-র জীবন রক্ষা পদক সিরিজের পুরস্কার প্রাপকদের নাম অনুমোদন করেছেন। ৪০ জনের সর্বোত্তম জীবন রক্ষা পদক একজন, উত্তম জীবন রক্ষা পদক আটজন এবং জীবন রক্ষা পদক ৩১ জনকে দেওয়া হবে। একজন মরণোত্তর পুরস্কার পাবেন।  
 
কারোর জীবন বাঁচানোর স্বীকৃতি হিসেবে জীবন রক্ষা পদকের সিরিজের পুরস্কারগুলি দেওয়া হয়। সমাজের যে কোনও স্তরের মানুষই এই পুরস্কারের যোগ্য। মরণোত্তর পুরস্কারও দেওয়া হয়ে থাকে। 
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পদক ও শংসাপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও, নগদ অর্থও দেওয়া হয়। 
 
***
 
 
 
CG/CB/DM

(Release ID: 1692401) Visitor Counter : 165