অর্থমন্ত্রক

জিএসটি-র ঘাটতি পূরণের জন্য ক্ষতিপূরণ হিসেবে ১৩তম কিস্তিতে রাজ্যগুলিকে ৬ হাজার কোটি টাকা দেওয়া হলো

Posted On: 25 JAN 2021 12:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ জানুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তরের পক্ষ থেকে জিএসটি-র ঘাটতি পূরণের জন্য ক্ষতিপূরণ হিসেবে রাজ্যগুলিকে ১৩-তম কিস্তিতে ৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এরমধ্যে, ৫,৫১৬.৬০ কোটি টাকা দেওয়া হয়েছে ২৩টি রাজ্যকে। আর ৪৮৩.৪০ দেয়া হয়েছে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলকে। এর মধ্যে রয়েছে তিনটি বিধানসভা দিল্লি, জম্মু-কাশ্মীর এবং পন্ডিচেরি, যারা জিএসটি কাউন্সিলের সদস্য। দেশের পাঁচটি রাজ্য অরুণাচল প্রদেশ, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমে জিএসটি নিয়ে কোনো ঘাটতি পূরণ নেই। 
 
এপর্যন্ত কেন্দ্রীয় সরকার জিএসটি-র ঘাটতি পূরণের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৭০ শতাংশ অর্থ বরাদ্দ করেছে। এ বাবদ রাজ্যগুলিকে মোট ৭১,০৯৯,৫৬ কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে, ৬,৯০০,৪৪ কোটি টাকা দেওয়া হয়েছে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলকে।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1692391) Visitor Counter : 175