রাষ্ট্রপতিরসচিবালয়
নেতাজীর ১২৫তম জন্ম বার্ষিকীর স্মরণে বছরভর উৎসব উদযাপনের সূচনায় রাষ্ট্রপতি নেতাজীর সুভাষ চন্দ্র বসুর একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করেছেন
प्रविष्टि तिथि:
23 JAN 2021 12:33PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩ জানুয়ারি, ২০২১
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনে নেতাজীর সুভাষ চন্দ্র বসুর একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করেছেন। নেতাজীর সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম বার্ষিকীর স্মরণে বছরভর উৎসব উদযাপনের সূচনায় এই প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন তিনি।
***
CG/SS/NS
(रिलीज़ आईडी: 1691644)
आगंतुक पटल : 219