সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
শ্রী গড়করি গণপরিবহণকে সাধারণ মানুষ বান্ধব করে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন
Posted On:
20 JAN 2021 2:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় সড়ক, পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি গণপরিবহণ ব্যবস্থাকে সাধারণ মানুষ বান্ধব, নিরাপদ, সাশ্রয়ী, সহজলভ্য এবং দূষণমুক্ত করে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একইসঙ্গে তিনি পরিবহণ ব্যবস্থাকে ডিজিটাল-ভিত্তিক এবং দক্ষ করে তোলার জন্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম বাস্তবায়নের পাশাপাশি ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ।
পরিবহণ উন্নয়ন পর্ষদের ৪০তম বৈঠকে গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী গড়করি জানান, বাস চলাচলের ক্ষেত্রে রাজ্যগুলিকে ক্রমশ বিকল্প জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে এবং সিএনজি, এলএনজি, বৈদ্যুতিক যানবাহন ও ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহারের ওপর জোর দিতে হবে। আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম সহ বেশ কয়েকটি রাজ্যের পরিবহণ মন্ত্রী, পরিবহণ সচিব এবং পরিবহণ কমিশনাররা এই বৈঠকে যোগ দেন।
লন্ডনের পরিবহণ ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরে শ্রী গড়করি দেশের গণপরিবহণ ব্যবস্থাপনাকে আধুনিক ও দক্ষ করে তোলার জন্য রাজ্যগুলিকে সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন। তিনি বলেন, অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিবহণ ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ক্রমশই বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের ওপর জোর দিতে হবে। এক্ষেত্রে রাজ্যগুলিকে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বাস চলাচল ও গণপরিবহণের মানোন্নয়নের ওপর জোর দেওয়া প্রয়োজন বলে মতপ্রকাশ করেন। সাধারণ মানুষ যাতে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা থেকে গণপরিবহণে আকৃষ্ট হয়ে ওঠেন, সেদিকেও লক্ষ্য রাখা উচিৎ বলে তিনি জানান।
অনুষ্ঠানে মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ডঃ ভি কে সিং, সচিব শ্রী গিরিধর আর্মানে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পরিবহণ মন্ত্রীরা শ্রী নীতিন গড়করির ভূয়সী প্রশংসা করেন। ২০১৯এর মোটর গাড়ি (সংশোধন) আইন নিয়ে আসা এবং দ্রুত কার্যকর করার জন্য শ্রী গড়করিকে ধন্যবাদও জানান তাঁরা।
***
CG/SS/SB
(Release ID: 1690515)
Visitor Counter : 168