প্রতিরক্ষামন্ত্রক
ভারত-ফ্রান্স বিমান বাহিনীর আকাশপথে মহড়া ডেজার্ট নাইট-২১
Posted On:
19 JAN 2021 11:22AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জানুয়ারি, ২০২১
ভারতীয় বিমানবাহিনী এবং ফ্রেঞ্চ এয়ার এন্ড স্পেস ফোর্স যৌথভাবে আকাশপথে একটি মহড়ার ব্যবস্থা করেছে। ডেজার্ট নাইট-২১ নামে এই মহড়া হবে ২০ থেকে ২৪ জানুয়ারি যোধপুরের বায়ু সেনা ঘাঁটিতে।
ফরাসিদের পক্ষ থেকে রাফেল, এয়ারবাস এ-৩৩০, মাল্টিরোল ট্যাংকার ট্রান্সপোর্ট, এ-৪০০এম ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সহযোগে প্রায় ১৭৫ জন উপস্থিত থাকবেন। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে রাখা হবে মিরাজ-২০০০, এসইউ-৩০ এমকেআই, রাফেল, আইএল-৭৮ ফ্লাইট রিফিলিং এয়ারক্রাফট, এ ডবলু এ সি এস এবং এ ই ডাবলু এন্ড সি এয়ারক্রাফট প্রভৃতি যুদ্ধবিমান।
এই যৌথ মহড়া দুটি বিমান বাহিনীর মধ্যে সহযোগিতার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। ইন্দো-ফরাসি প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসাবে ভারতীয় বিমান বাহিনী এবং ফ্রেঞ্চ এয়ার এন্ড স্পেস ফোর্স 'গারুদা' নামে ইতিমধ্যে ছ টি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ মহড়াটি ২০১৯ সালের ফ্রান্সের এয়ারফোর্স বেস মন্ট- ডি- মার্সানে আয়োজিত হয়েছিল।
বর্তমানে এক্সারসাইজ ডেজার্ট নাইট-২১- এর ব্যবস্থা করা হয়েছে যোধপুরের বায়ুসেনা ঘাঁটিতে।
এই যৌথ মহড়ার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দু'দেশের তরফ থেকে যুদ্ধবিমান রাফেল-এর ব্যবহার।
***
CG/SB
(Release ID: 1690009)
Visitor Counter : 236