সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

প্রতিবেশী দেশগুলির সঙ্গে যাত্রী এবং পণ্যবাহী যান চলাচলে সমঝোতাপত্রের সুবিধার্থে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক আইনের বিজ্ঞপ্তি জারি করেছে

प्रविष्टि तिथि: 19 JAN 2021 11:56AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৯ জানুয়ারি, ২০২১
 
    ভারত ও প্রতিবেশী দেশগুলির মধ্যে পণ্যবাহী যানবাহন এবং যাত্রী চলাচলের সুবিধার্থে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক বিভিন্ন মহল থেকে ১৯৮৮ সালে মোটরযান আইনের আওতায় নানান বিধিগুলির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য অনুরোধ পেয়েছে। মন্ত্রক এর  আগে ২০০৬ সালে অমৃতসর ও লাহোর, ২০০০ সালে নতুন দিল্লী ও লাহোর, ২০০০ সালে কলকাতা ও ঢাকা এবং ২০০৬ সালে অমৃতসর ও নানকানা সাহিবের মধ্যে বাস পরিষেবা চালু করার সুবিধার্থে এই মোটরযান আইন সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করে। 
 
    ভারত ও প্রতিবেশী দেশগুলির মধ্যে পণ্যবাহী যানবাহন এবং যাত্রী চলাচলের বিষয়গুলির সঙ্গে জড়িত সমস্ত সমঝোতা চুক্তি সম্পর্কিত কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু নিয়মবিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে একটি বিজ্ঞপ্তি গত ১৫ জানুয়ারি মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 
 
***
 
 
 
 
CG/SS/NS

(रिलीज़ आईडी: 1689998) आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Tamil , Malayalam