শিল্পওবাণিজ্যমন্ত্রক
প্রধানমন্ত্রী আজ স্টার্টআপ সংস্থাগুলির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন এবং ‘প্রারম্ভ ; স্টারআপ ইন্ডিয়া আন্তর্জাতিক সম্মেলন’এ ভাষণ দেবেন
Posted On:
16 JAN 2021 9:41AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২১
“প্রারম্ভ : স্টার্টআপ ইন্ডিয়া আন্তর্জাতিক সম্মেলন” শুক্রবার থেকে শুরু হয়েছে। বিশ্বব্যাপী শীর্ষ স্থানীয় নেতৃত্বের মত প্রকাশের একটি অন্যতম প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের প্রথম দিন বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে স্টার্টআপ ইকো ব্যবস্থাপনা এবং সমন্বয় সাধনের গুরুত্বের ওপর আরোপ করা হয়। এমনকি প্রযুক্তি, উদ্ভাবন, শক্তিশালী নীতি গ্রহণ এবং উদ্যোগ ক্ষেত্রের বিষয়গুলি নিয়ে আলোচনা চালানো হয়। যুব উদ্ভাবক ও উদ্যোগপতিদের মত প্রকাশের সুযোগ করে দিতে বিশেষ সাহায্য করেছে এই সম্মেলন। দু’দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প উৎসাহদান ক্ষেত্রে গঠিত দপ্তর এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিকেল পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন স্টার্টআপ সংস্থাগুলির সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন এবং এই সম্মেলনে ভাষণ দেবেন।
দু’দিনের এই সম্মেলন শুরু হয়েছে গতকাল থেকে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এই সম্মেলনের উদ্বোধন করেন। তিনি এই সম্মেলনে উদ্ভাবক, উদ্যোগপতি, বিনিয়োগকারী, শিল্পপতি এবং শিক্ষাবিদদের উদ্দেশে বক্তব্য রাখেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলি এই সম্মেলনে যোগ দিয়েছে। এদিন ভার্চুয়াল মাধ্যমে স্টার্টআপ সংস্থাগুলির কর্মকাণ্ডের সূচনাও করেন কেন্দ্রীয় মন্ত্রী।
সম্মেলনের প্রথম দিনে প্রায় ১ লক্ষ ২০ হাজারেরও বেশি ব্যক্তি নাম নথিভুক্ত করে ছিলেন। এমনকি বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির একাধিক প্রতিনিধিও এতে অংশ নেন। এই সম্মেলনে বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলি বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালান এবং তাদের উদ্ভাবনের বিষয়গুলি তুলে ধরেন। প্রথম দিনে ৭৫ জন বিনিয়োগকারীর সঙ্গে ৫৪টি উদ্যোগ সংস্থা আলাপচারিতায় অংশ নেয়।
দীর্ঘ এই আলোচনায় বিশ্বের বিভিন্ন বিষয় এবং শক্তিশালী স্টার্টআপ ব্যবস্থাপনা গঠন নিয়ে আলোচনা ও বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্টার্টআপ প্রতিষ্ঠাতা বা বিশেষজ্ঞদের মত বিনিময় চলে। এই মত বিনিময়ের মাধ্যমে তরুণ প্রজন্ম কিভাবে বাণিজ্যিক ভিত্তিক শক্তিশালী কৌশল গঠনের মাধ্যমে সামাজিক উদ্ভাবন ক্ষেত্রে তাদের বিচার বুদ্ধিকে কাজে লাগাতে পারে তাও তুলে ধরা হয়। এমনকি ইকো ব্যবস্থাপনার জন্য একটি সফল ইনকিউবেশন গঠন ও স্টার্টআপ সংস্থাগুলির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েও আলোচনা চলে। সম্মেলনের প্রথম দিনে স্টার্টআপ সংস্থাগুলির ব্যবসায়িক সুযোগ সুবিধা, আন্তর্জাতিককরণ, বিনিয়োগ বিষয় নিয়ে গোলটেবিল বৈঠকেরও আয়োজন করা হয়। এই বৈঠকে একাধিক শিল্পপতি, সংস্থার আধিকারিকরা অংশ নেন। ম্মেলনে “তারকাদের সঙ্গে আলাপচারিতা” বিষয়ে এক বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছিল।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের, ১৬ জানুয়ারি “প্রারম্ভ : স্টার্টআপ ইন্ডিয়া আন্তর্জাতিক সম্মেলন”এর সূচনা করে্ছিলেন। এবছর এই সম্মেলনে পাঁচ বছরে পড়েছে। ২০১৬ সালে স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ ক্ষেত্রে গঠিত ১৯টি বিষয় ভিত্তিক কার্যকরি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
***
CG/SS/SKD
(Release ID: 1689077)
Visitor Counter : 197