বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের উদ্ভাবিত পোর্টাল জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন ডাঃ হর্ষবর্ধন
Posted On:
14 JAN 2021 5:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি, ভূ-বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন বৃহস্পতিবার নতুন দিল্লিতে একটি উদ্ভাবনমূলক পোর্টাল জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ত্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন এই পোর্টালটি তৈরি করেছে।
এই পোর্টালটি থেকে ইঞ্জিনিয়ারিং, কৃষি, স্বাস্থ্য ও পশু চিকিৎসা সংক্রান্ত ১ লক্ষ ১৫ হাজার উদ্ভাবনমূলক তত্ত্ব সম্পর্কে জানা যায়। বিদ্যুৎ, যন্ত্রবিদ্যা, গাড়ি, বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সামগ্রী, রাসায়নিক সামগ্রী, বস্ত্র বয়ন, কৃষি, ফসল মজুত রাখা, পশুপালন ইত্যাদি নানা বিষয়ে তথ্য এই পোর্টাল থেকে জানা যায়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাঃ হর্ষবর্ধন বলেছেন, উদ্ভাবনমূলক কর্মকান্ড শুরু করার পেছনে আসল কৃতিত্ব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর। গত ৬ বছর ধরে দেশ জুড়ে উদ্ভাবনের একটি আবহ তৈরি হয়েছে। যাঁরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নানা উপায় বের করেছেন, মন্ত্রী সেইসব আত্মনির্ভর নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন।
ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেছেন, ১ লক্ষ ১৫ হাজার উদ্ভাবনের মাধ্যমে দেশে আসলে উদ্ভাবনমূলক সংস্কৃতির সূচনা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা এ বিষয়ে বলেছেন, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে, বিশেষত উত্তর-পূর্বাঞ্চল, দ্বীপভূমি ও আদিবাসী অধ্যুষিত এলাকায় তৈরি হয়েছে। অনুষ্ঠানে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন – এর চেয়ারপার্সন ডঃ পি এস গোয়েল এবং সংস্কার নির্দেশক ডঃ বিপিন কুমার উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রী, শিল্পোদ্যোগী, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা, প্রযুক্তি-নির্ভর বাণিজ্য সংস্থা এবং বিভিন্ন পেশায় যুক্ত সাধারণ মানুষ এই পোর্টালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যার মধ্য দিয়ে আত্মনির্ভর ভারত অভিযানের পথে আরও একধাপ এগোনো সম্ভব হয়েছে।
এই পোর্টালটি দেখতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/1401_NIP%20Background.pdf
***
CG/CB/SB
(Release ID: 1688754)
Visitor Counter : 229