প্রতিরক্ষামন্ত্রক

১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর প্রতিরক্ষা মন্ত্রক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে

प्रविष्टि तिथि: 11 JAN 2021 6:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ জানুয়ারি, ২০২১

 এবছর প্রজাতন্ত্র দিবসের অঙ্গ হিসেবে ১৯৭১- এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী বর্ষের স্মরণে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১১ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এই কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের জয় লাভের পেছনে যেসব কারণ রয়েছে তা জানা এবং দেশপ্রেম জাগ্রত করা।

প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাড়াও অতিরিক্ত সাতটি আর্থিক পুরস্কার দেওয়া হবে।

প্রথম পুরস্কারের মূল্য- ২৫ হাজার টাকা।

দ্বিতীয় পুরস্কারের মূল্য- ১৫ হাজার টাকা।

তৃতীয় পুরস্কারের মূল্য- ১০ হাজার টাকা। এছাড়া

সান্তনা পুরস্কার হিসেবে থাকছে ৫ হাজার টাকা।

১৪ বছর ও তদোর্ধ ভারতীয় নাগরিকরা মাই গভ পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

***

 

 

CG/SB


(रिलीज़ आईडी: 1687739) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi