তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫১তম আই এফ এফ আই-এর ‘কান্ট্রি ইন ফোকাস’ বাংলাদেশ

Posted On: 11 JAN 2021 1:09PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১১ই জানুয়ারি, ২০২১
 

 

৫১ তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি ইন ফোকাস’ হবে বাংলাদেশ । গতকালের এই ঘোষণার ফলে বাংলাদেশের চলচ্চিত্র উৎকর্ষতা ও অবদানের বিশেষ স্বীকৃতি দেওয়া হল। ‘কান্ট্রি ইন ফোকাস’ –এর জন্য যে চারটি চলচ্চিত্রগুলি দেখানো হবে সেগুলি হলঃ-

১।  তানভির মোকাম্মেলের জীবনঢুলি

২। জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার

৩। রুবায়েত হোসেইনের আন্ডার কন্সট্রাকশন

৪। নুহেস হুমায়ুন, সৈয়দ আহমেদ সাওকি, রাহাত রহমান জয়, মহম্মদ রবিউল আলম, গোলাম কিব্রিয়া ফারুকি, মীর মুক্কারাম হোসেইন, তনভির আহসান, মাহমুদুল ইসলাম, আব্দুল্লাহ আল নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সৈয়দ সালেহ আহমেদ শোভানের সিন্সিয়ারলি ইয়রস ঢাকা

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্পর্কেঃ-

এশিয়ার সবথেকে তাৎপর্যপূর্ণ চলচ্চিত্র উৎসব ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৫২ সালে শুরু হয়। গোয়া রাজ্যে অনুষ্ঠিত বার্ষিক এই আয়োজনে চলচ্চিত্রের জন্য অভিন্ন মঞ্চর সুযোগ দেওয়া হয়। যেখানে চলচ্চিত্রের উৎকর্ষতা , বিভিন্ন দেশের সামাজিক ও সাংস্কৃতিক আবহে চলচ্চিত্র সংস্কৃতির অবদান ও স্বীকৃতি এবং বিশ্বের জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা গড়ে তোলাই এর উদ্দেশ্য। গোয়া রাজ্য সরকার এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের চলচ্চিত্র উৎসব নির্দেশালয় যৌথ ভাবে এই উৎসবের আয়োজন করে থাকে।

৫১ তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৬ থেকে ২৪শে জানুয়ারী পর্যন্ত।

***

 

 

CG/CB


(Release ID: 1687642) Visitor Counter : 291