তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে অনুষ্ঠানসূচি ঘোষণা

Posted On: 10 JAN 2021 5:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জানুয়ারি, ২০২১
 
আগামী ১৬ জানুয়ারি থেকে গোয়ায় শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো এবং ভারতের বৃহত্তম উৎসব – “৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” (আইএফএফআই)। এই উৎসব চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। আজ ওভার দ্য টপ (ওটিটি) অর্থাৎ গ্রাহকদের প্রয়োজন এবং অনুরোধের ভিত্তিতে ইন্টারনেটে প্রদর্শিত হবে এমন চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে। 
 
বর্তমানে মহামারী পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই প্রথম “হাইব্রিড” মাধ্যমে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। এই বছর আইএফএফআই তার দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেছে। 
 
মূল দিকগুলি :
• পুরনো চলচ্চিত্র
ক) পেট্রো আলমোডোভার
    লাইভ ফ্ল্যাশ | ব্যাড এডুকেশন |  ভলভার 
খ) রুবেন অস্টলন্ড
   দ্য স্কোয়ার | ফোর্স মাজেউর
• মাস্টারক্লাস 
শ্রী শেখর কাপুর, শ্রী প্রিয়দর্শন, শ্রী পেরি ল্যাং, শ্রী সুভাষ ঘাই, তানভীর মুকাম্মিল
• সংলাপ পর্ব 
মিঃ রিকি কেজ, শ্রী রাহুল রাওয়েল, শ্রী মধুর ভান্ডারকার, মিঃ পাবলো সিজার, মিঃ আবু বকর শকি, শ্রী প্রসূন যোশী, মিঃ জন ম্যাথিউ ম্যাথন, শ্রীমতী অঞ্জলী মেনন, শ্রী আদিত্য ধর, শ্রী প্রসন্ন ভিতানেজ, শ্রী হরিহরণ, শ্রী বিক্রম ঘোষ, শ্রীমতী অনুপমা চোপরা, শ্রী সুনীল দোশি, মিঃ দমেনিক সাংমা, শ্রী সুনীত ট্যান্ডন
 
• ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বের কয়েকটি প্যানরমা চলচ্চিত্র দেখানো হবে। 
• উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে
• থাকছে প্রশ্নো উত্তর পর্ব
• থাকছে চলচ্চিত্রের মূল্যায়ন পর্ব
এফটিআইআই-এর অধ্যাপক মাজার কামরান, অধ্যাপক মধু অপসরা, অধ্যাপক পঙ্কজ সাকসেনা
 
• চলচ্চিত্রের মধ্যবর্তী অংশে – ওয়ার্ল্ড প্রিমিয়ার হিসেবে দেখানো হবে 
মেহরুনিসা চলচ্চিত্রটি
আইএফএফআই-এর ওয়েবসাইটটি হলো - https://iffigoa.org/
আইএফএফআই-এর সামাজিক মাধ্যমগুলি হলো 
• ইনস্টাগ্রামের জন্য - https://instagram.com/iffigoa?igshid=1t51o4714uzle
• ট্যুইটারের জন্য – https://twitter.com/iffigoa?s=21
        https://twitter.com/PIB_panaji
• ফেসবুকের জন্য – https://www.facebook.com/IFFIGoa/
 
ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে :
১৯৫২ সালে প্রতিষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। বার্ষিক এই উৎসব বর্তমানে গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যই হলো চলচ্চিত্র শিল্পে উৎসাহদানে বিশ্ব চলচ্চিত্রের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা, বিভিন্ন দেশের চলচ্চিত্র সংস্কৃতিকে সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধে বোঝা ও উপলব্ধি করা এবং বিশ্বের মানুষের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে প্রচার চালালো। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন ডিরেক্টরেট অফ্ ফিল্ম ফেস্টিভালস এবং গোয়া সরকার যৌথভাবে এই উৎসবের আয়োজন করে থাকে। 
 
***
 
 
 
 
CG/SS/SKD


(Release ID: 1687547) Visitor Counter : 245