পঞ্চায়েতিরাজমন্ত্রক

পঞ্চায়েতি রাজ মন্ত্রকের ২০২০-র বার্ষিক প্রতিবেদন

Posted On: 08 JAN 2021 11:47AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ জানুয়ারি, ২০২১
 
পঞ্চায়েতি রাজ মন্ত্রকের ২০২০-র গুরুত্ব পূর্ণ বিষয় গুলির মধ্যে রয়েছে-
 
১)  গ্রামাঞ্চলের সমীক্ষা ও উন্নত প্রযুক্তির সাথে ম্যাপিং। এর পাশাপাশি গ্রামীণ এলাকায় মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে একটি প্রকল্পের সূচনা করেন ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামাঞ্চলের জনবসতিপূর্ণ এলাকায় গ্রামের বাসিন্দাদের অধিকারের রেকর্ড সরবরাহ করা।
 
প্রথম পর্যায়ে ২০২০-২১ সালে মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ সহ পাঞ্জাব ও রাজস্থানের কয়েকটি সীমান্ত এলাকায় এক লক্ষ গ্রামকে চিহ্নিত করা হয়।
 
২) ই- গ্রাম স্বরাজ ই- ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট  সিস্টেম-
 
পঞ্চায়েতি ব্যবস্থায় অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে ই- গ্রাম স্বরাজ ই- ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন পরিকল্পনাও নেওয়া সম্ভব হয়েছে।
 
৩) ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং-
 
পঞ্চায়েতিরাজ মন্ত্রক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করেছে। এজন্য মন্ত্রকের পক্ষ থেকে ৩৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেখানে ইতিমধ্যেই ১৭ টি রাজ্যের জন্য ৩২৪. ৪২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। 
 
৪) সবকি যোজনা সবকা বিকাশ-
 
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়নের জন্য এই কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সফলতা এনে দিয়েছে।
 
৫) অনলাইন অডিট অফ পঞ্চায়েত একাউন্টস-
 
মন্ত্রকের পক্ষ থেকে ১৫ এপ্রিল,২০২০তে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে পঞ্চায়েত গুলিতে অনলাইন অডিট ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।
 
৬) জিও- ট্যাগিঙ অফ অ্যাসেট-
 
মন্ত্রকের পক্ষ থেকে এম অ্যাকশান সফ্ট ব্যবস্হার মাধ্যমে ২০২০- র নভেম্বর পর্যন্ত ১৩,৪৯,৩৯৬ ছবি আপলোড করা হয়েছে। 
 
৭) গ্রাম পঞ্চায়েত স্প্যাসিয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং এর ব্যবস্হা।
 
৮) করোনা পরিস্থিতিতে পঞ্চায়েত গুলির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
 
৯) গ্রাম পঞ্চায়েত গুলি পরিচালনার জন্য পঞ্চদশ অর্থ কমিশন ২০২০-২১ বছরের জন্য ৬০,৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে।
 
১০) গরিব কল্যাণ রোজগার অভিযান-
 
এ পর্যন্ত ৬ টি রাজ্যে এটি শুরু করা হয়েছে। এজন্য ৯৫৫৪.৯৭ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
 
১১)  জাতীয় পঞ্চায়েত পুরষ্কার ২০২০-
 
বিভিন্ন বিভাগে সারা দেশ জুড়ে গ্রাম পঞ্চায়েত গুলির মধ্যে পুরষ্কারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে দেশের ২৮টি রাজ্যের ২১৩টি গ্রাম পঞ্চায়েতকে দিন্দয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার দেওয়া হয়েছে। অন্যদিকে, ২৭টি রাজ্যের ২৭টি গ্রাম পঞ্চায়েতের নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কারে ভূষিত করা হয়েছে। এছাড়া, ২৮টি রাজ্যের ২৮টি গ্রাম পঞ্চায়েতকে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা পুরস্কার দেওয়া হয়েছে। শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার দেয়া হয়েছে ৩০ টি রাজ্যের ৩০টি গ্রাম পঞ্চায়েতেকে। 
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1687236) Visitor Counter : 324