তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫১তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রের নাম ঘোষিত
Posted On:
07 JAN 2021 4:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ই জানুয়ারী, ২০২১
৫১তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ইফি) পক্ষ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। এই বিভাগে পূর্ণ দোরঘের কল্পকাহিনীমূলক সেরা ছবিগুলির মধ্যে প্রতিযোগিতা হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কল্পকাহিনীমূলক চলচ্চিত্রগুলিকে বাছাই করা হয়েছে। এই চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক বিভাগের প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার মোট ১৫টি ছবি স্বর্ণময়ূর ও অন্যান্য পুরস্কারের জন্য প্রতিযোগিতায় মুখোমুখি হবে।
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার কল্পকাহিনীমূলক বিভাগে যে ১৫টি ছবি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, সেগুলি হল -
১) দ্য ডোমেন (পর্তুগাল)
২) ইনটু দ্য ডার্কনেশ (ডেনমার্ক)
৩) ফ্রেব্রুয়ারী (বুলগেরিয়া, ফ্রান্স)
৪) মাই বেস্ট পার্ট (ফ্রান্স)
৫) আই নেভার ক্রাই (পোল্যান্ড, আয়ারল্যান্ড)
৬) ল্য ভেরোনিকা (চিলি)
৭) লাইট ফর দ্য ইউথ (সাউথ কোরিয়া)
৮) রেড মুন টাইড (স্পেন)
৯) ড্রীম অ্যাবাউট সোহরাব (ইরান)
১০) দ্য ডগস্ ডিড নট্ স্লিপ লাস্ট নাইট (আফগানিস্থান, ইরান)
১১) দ্য সাইলেন্স ফরেস্ট (তাইওয়ান)
১২) দ্য ফরগটন (ইউক্রেন, সুইজারল্যান্ড)
১৩) ব্রিজ (ভারত)
১৪) এ ডগ এন্ড হিজ ম্যান (ভারত)
১৫) থায়েণ (ভারত)
এই ১৫টি চলচ্চিত্র নিম্নলিখিত বিভাগে প্রতিযোগিতায় থাকবে :
১) সেরা ছবি (স্বর্ণময়ূর) – পুরস্কার স্বরূপ নির্দেশক এবং প্রযোজককে সমানভাবে ৪০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। নগদ পুরস্কার সহ ছবির পরিচালক পাবেন স্বর্ণমূয়র এবং একটি মানপত্র। ছবির প্রযোজক পাবেন, নগদ পুরস্কার সহ মানপত্র।
২) সেরা নির্দেশক – পুরস্কার হিসেবে দেওয়া হবে, রৌপ্যময়ূর, মানপত্র এবং নগদ ১৫ লক্ষ টাকা।
৩) সেরা অভিনেতা – পুরস্কার স্বরূপ পাবেন রৌপ্যময়ূর, মানপত্র এবং নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার।
৪) সেরা অভিনেত্রী - পুরস্কার স্বরূপ পাবেন রৌপ্যময়ূর, মানপত্র এবং নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার।
৫) বিশেষ জুরি পুরস্কার – পুরস্কার স্বরূপ দেওয়া হবে, রৌপ্যময়ূর, মানপত্র এবং নগদ ১৫ লক্ষ টাকা।
এই পুরস্কার যদি কোনো চলচ্চিত্রকে দেওয়া হয়ে থাকে, তাহলে সেই ছবির নির্দেশককে পুরস্কৃত করা হয়।
***
CG/BD/SFS
(Release ID: 1686950)
Visitor Counter : 275