প্রতিরক্ষামন্ত্রক
মেট্রোরেল পরিষেবায় উন্নত বায়ো ডিজেস্টার এমকে-২ প্রযুক্তি প্রয়োগের জন্য ডিআরডিও-র সঙ্গে মহারাষ্ট্র মেট্রোর চুক্তি স্বাক্ষর
प्रविष्टि तिथि:
05 JAN 2021 5:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ জানুয়ারি, ২০২১
ভারত সরকারের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও-র সঙ্গে মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন এর যৌথ উদ্যোগে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী জল সংরক্ষণ করে একটি পরিবেশবান্ধব বায়ো ডিজেস্টার ইউনিট স্থাপন করা হবে। এজন্য ডিআরডিও বায়ো ডিজাস্টার এমকে- ২ প্রযুক্তির সহায়তা করবে।
ডিআরডিও-র মহানির্দেশক ডক্টর এ কে সিং মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর ব্রীজেশ দীক্ষিতের উপস্থিতিতে ওই দুই সংস্থার কার্যকর্তারা এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।
ভারতীয় রেল ইতিমধ্যেই যাত্রীবাহী ট্রেনে ২.৪০ লক্ষ বায়ো ডিজাস্টার টয়লেট স্থাপন করেছে।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1686404)
आगंतुक पटल : 251