বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ডিবিটি- বিআইআরএসসি জাইডাস ক্যাডিলার তৈরি দেশীয় ভাবে তৈরি ডিএনএ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছে

Posted On: 03 JAN 2021 5:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ জানুয়ারি, ২০২১

করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবার জাইডাস ক্যাডিলার দেশে তৈরি  ডিএনএ ভ্যাকসিন জাইকেভি- ডি-র তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ছাড়পত্র দিয়েছে। এই ভ্যাকসিনের জন্য জাতীয় বায়োফার্মা মিশন এবং কেন্দ্রীয় সরকারের জৈবপ্রযুক্তি মন্ত্রক সহায়তা প্রদান করেছে।

জাইডাস ক্যাডিলার তৈরি এই ডিএনএ ভ্যাকসিন ইতিমধ্যেই তার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ করেছে। প্রায় এক হাজার জনের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে জানা গেছে যে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। ভ্যাকসিনের তিনটে ডোজ সম্পূর্ণ করার পর শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। সমস্ত তথ্য সংগ্রহের পর ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া জাইডাস ক্যাডিলা কে ২৬ হাজার ভারতীয়ের উপর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ছাড়পত্র দিয়েছে।

কেন্দ্রীয় সরকারের জৈব প্রযুক্তির দপ্তরের সচিব ডক্টর রেনু স্বরূপ জানিয়েছেন, কোভিডের  বিরুদ্ধে লড়াইয়ে দেশের প্রথম ডিএনএ ভ্যাকসিন আত্মনির্ভর ভারতের একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

***

 

 

CG/SB


(Release ID: 1685934) Visitor Counter : 267