রেলমন্ত্রক

ভারতীয় রেলের আয় ও পণ্য বোঝাইয়ের দিক থেকে পণ্য পরিবহণে ঊর্ধ্বগতি ডিসেম্বরেও অব্যাহত

Posted On: 02 JAN 2021 3:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জানুয়ারি, ২০২১
 
 
ভারতীয় রেলের আয় ও পণ্য বোঝাইয়ের দিক থেকে পণ্য পরিবহণে অগ্রগতি ডিসেম্বরেও অব্যাহত রয়েছে। মিশন মোড-ভিত্তিতে ভারতীয় রেল আয় ও পণ্য বোঝাইয়ের দিক থেকে গত বছরের ডিসেম্বরের তুলনায় ২০২০-র ডিসেম্বরে ভালো ফলাফল করেছে। সদ্যসমাপ্ত ডিসেম্বর মাসে ভারতীয় রেল ১১৮.১৩ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে, যা গত বছরের ঐ একই মাসের ১০৮.৮৪ মিলিয়ন টনের তুলনায় ৮.৫৪ শতাংশ বেশি। একইভাবে রেল পণ্য পরিবহণের ক্ষেত্রেও ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২০-র ডিসেম্বরে ১১ হাজার ৭৮৮ কোটি ১১ লক্ষ টাকা আয় করেছে, যা পূর্ববর্তী বছরের ঐ একই মাসে আয়ের পরিমাণ ১১ হাজার ৩০ কোটি ৩৭ লক্ষ টাকার তুলনায় ৬.৮৭ শতাংশ বা ৭৫৭ কোটি ৭৪ লক্ষ টাকা বেশি। ভারতীয় রেল সদ্য সমাপ্ত ডিসেম্বরে ১১৮.১৩ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে। এর মধ্যে রয়েছে – ৫০.৬৭ মিলিয়ন টন কয়লা, ১৫.৩১ মিলিয়ন টন লৌহ আকরিক, ৬.১৩ মিলিয়ন টন খাদ্যশস্য, ৫.২৩ মিলিয়ন টন সার, ৭.৪৬ মিলিয়ন টন সিমেন্ট প্রভৃতি। 
 
উল্লেখ করা যেতে পারে যে, রেল পথে পণ্য পরিবহণে উৎসাহ দিতে ভারতীয় রেল বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার একাধিক সুবিধার কথা ঘোষণা করেছে। কোভিড-১৯ এর সময় ভারতীয় রেল তার কাজকর্ম ও দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়েছে। 
 
***
 
 
 
CG/BD/SB


(Release ID: 1685662) Visitor Counter : 210