রেলমন্ত্রক

রেল বোর্ডের নতুন চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী সুনীত শর্মা

Posted On: 01 JAN 2021 10:53AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১লা জানুয়ারী, ২০২১

 

শ্রী সুনীত শর্মা, রেল বোর্ডের নতুন চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং পদাধিকার বলে কেন্দ্রের প্রধান সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রী শর্মা, এর আগে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ছিলেন।   

তিনি ১৯৭৯ সালের আইআইটি কানপুরের ইঞ্জিনিয়ারিং পড়ার সময় স্পেশাল ক্লাস অ্যাপ্রেন্টিস হিসেবে যোগ দিয়েছিলেন। ভারতীয় রেলে ৪০ বছর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। রায়বেরিলির মর্ডান কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার হিসেবে তিনি অত্যাধুনিক কোচ তৈরির পরিমাণ ১ বছরে দ্বিগুণ করেছিলেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হিসেবে মালগাড়ির গতিবেগ বাড়ানো ছাড়াও নতুন লাইন পাতা ও বৈদ্যুতিকীকরণের মতো বেশ কিছু পরিকাঠামোমূলক কাজ তিনি সম্পন্ন করেছেন। এছাড়াও স্থানীয় অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও শ্রী শর্মা গতি এনেছেন। কাজের ক্ষেত্রে সুবিধের জন্য ও প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে তিনি যথাযথ পরিবর্তন এনেছেন।

শ্রী শর্মা, জার্মানি, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন পেশাদারি পাঠ্যক্রমে প্রশিক্ষণ নিয়েছেন। ইরানে রেল ইঞ্জিন তৈরির জন্য পরামর্শদাতা হিসেবে তিনি সফর করেছেন।  

বিলিয়া্র্ড, স্নুকার, গল্ফ, ব্য়াটমিন্টন এবং স্কোয়াস খেলায় তাঁর বিশেষ উৎসাহ রয়েছে। 

***

 

 

CG/CB/SFS


(Release ID: 1685449) Visitor Counter : 218