প্রতিরক্ষামন্ত্রক
আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ভারতীয় সেনার প্রচার: আত্মনির্ভরতাকে সমর্থন করা
प्रविष्टि तिथि:
29 DEC 2020 1:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২০
আত্মনির্ভরতাকে সমর্থন করে ও একটি উদ্ভাবনী মূলক প্রচারের লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফেকচারার্সের সহযোগিতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে উদ্যোগপতিদের অংশ গ্রহণের জন্য একটি ওয়েবিনারের আয়োজন করে। চলতি বছরের ১ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ভার্চুয়াল উপস্থাপনার মাধ্যমে ৮৯ জন উদ্যোগপতি তাদের আঞ্চলিকভাবে বিকশিত নতুন উদ্ভাবন, ধারণা এবং প্রস্তাব ভারতীয় সেনাবাহিনীর কাছে তুলে ধরেন।
এই প্রস্তাব গুলি তুলে ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ড্রোন, কাউন্টার ড্রোনস রোবটিক্স, স্বয়ংক্রিয় ব্যবস্থা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লক চেন টেকনোলজি, থ্রিডি প্রিন্টিং, ন্যানোটেকনোলজি এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োগের ক্ষেত্রে।
এই ওয়েবিনারের আয়োজক আর্মি ডিজাইন ব্যুরো, এডিবি।
এই ওয়েবিনারের মাধ্যমে যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে তার মধ্যে ১৩টিকে বেছে নিয়ে তার কার্যকারিতা এবং প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পরবর্তী ধাপে পরীক্ষার জন্য জন্য পাঠানো হয়েছে। ওয়েবিনারে সেনা বাহিনীর প্রধান দপ্তর থেকে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
এই ওয়েবিনারের গুরুত্বের কথা উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এস হাসাবনিস প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। উদ্যোগপতিদের কাছে তাঁর আবেদন, প্রযুক্তির উন্নয়নে ভারতীয় সেনাবাহিনী তাঁদের আন্তরিক ভাবে সহযোগিতা করবে। যাতে সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পায়।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1684413)
आगंतुक पटल : 240