প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী পিএম-কিষাণের পরবর্তী কিস্তির অর্থ ২৫শে ডিসেম্বর দেবেন

Posted On: 23 DEC 2020 3:05PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৩ ডিসেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫শে ডিসেম্বর বেলা ১২টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ (পিএম-কিষাণ) প্রকল্পের আওতায় পরবর্তী কিস্তির অর্থ দেবেন। একটি বোতাম টেপার মধ্যে দিয়ে তিনি ৯ কোটির বেশি সুবিধাভোগী কৃষক পরিবারের কাছে ১৮ হাজার কোটি টাকার বেশি অর্থ পাঠাবেন।

এই অনুষ্ঠানে শ্রী মোদী ৬টি বিভিন্ন রাজ্যের কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। কৃষকরা পিএম-কিষাণ সহ সরকারের বিভিন্ন কৃষক কল্যাণ প্রকল্পের সম্বন্ধে তাঁদের অভিজ্ঞতার কথা জানাবেন। কেন্দ্রীয় কৃষি মন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

পিএম-কিষাণ সম্পর্কে

পিএম-কিষাণ প্রকল্পে সুবিধাভোগী কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। বছরে তিনটি কিস্তিতে ৪ মাস অন্তর ২ হাজার টাকা করে দেওয়া হয়। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পাঠানো হয়ে থাকে।

***

 

 

CG/CB/NS



(Release ID: 1682974) Visitor Counter : 205