কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

লালবাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসনিক অ্যাকাডেমিতে ৯৫ তম ফাউন্ডেশন কোর্সের সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং-এর বক্তব্য

Posted On: 18 DEC 2020 3:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২০
 
কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণ অভিযোগ, পেনশন, আনবিক ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং আজ বলেছেন, সুশাসনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি মিশন কর্মযোগী এবং দেশের সিভিল সার্ভিসের জন্য চালু করা ‘আরম্ভ’-এর মতো নতুন উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। লালবাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসনিক অ্যাকাডেমিতে ৯৫ তম ফাউন্ডেশন কোর্সের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণে একথা জানান তিনি।
 
এই ফাউন্ডেশন কোর্সে এবার মোট ৪২৮ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৩৬ জন মহিলা রয়েছেন। শ্রী সিং বলেন, কর্মক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের প্রবণতা গত ৬-৭ বছরে বৃদ্ধি পেয়েছে। তিনি এও বলেন যে ইঞ্জিনিয়ারিং প্রেক্ষাপট থেকে ২৪৫ জন কর্মকর্তা এবার এই পাঠক্রমে প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের উপস্থিতি সুশাসনের পথ দীর্ঘায়িত করবে এবং সরকারের আয়ুষ্মান ভারত, মাটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কার্ড বিলির মতো জন কল্যাণমূলক কর্মসূচী বা অন্তর্দেশীয় জলপথ সম্পর্কে প্রচারের বিষয়ে বিশেষ গুরুত্ব পাবে বলে তিনি জানান। 
 
ডঃ জীতেন্দ্র সিং বলেন, এই আধিকারিকদের নতুন ভারত গঠনের সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন ভারত গঠনের ভিত্তি স্থাপন করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে গত ৫-৬ বছরে ভারতে আমলাতন্ত্রকে নতুন দিক নির্দেশনার জন্য প্রধানমন্ত্রী একের পর এক নতুন উদ্ভাবনীমূলক কর্মসূচী গ্রহণ করেছেন। শ্রী সিং বিশেষভাবে উল্লেখ করেন যে আইএএস আধিকারিকদের কর্মজীবনের শুরুতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সহকারি সচিব হিসেবে তিন মাস কাজ করার সুযোগ, তাঁদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সাহায্য করবে। 
 
ডঃ জীতেন্দ্র সিং কর্মযোগী মিশনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই ৯৫ তম ফাউন্ডেশন কোর্সে অনলাইন ভিত্তিক পাঠক্রমের সুযোগ রয়েছে। তিনি এই পাঠক্রমে সামাজিক বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন। শ্রী সিং বলেন, এই বিষয়গুলি হলো লিঙ্গ, শিশু, ভিন্নভাবে সক্ষম, নগর ভিত্তিক শ্রমশক্তি। তিনি বলেন, সরকারি কর্মচারীদের রূপান্তরকারী নেতৃত্বদানে সক্ষম করে তোলা এবং বিভিন্ন বিভাগ ও কর্ম ক্ষেত্রে নির্বিঘ্নে কাজ সম্পন্ন করে তোলার মতো দক্ষ হিসেবে গড়ে তুলতে ২০১৯ সালে ৯৪ তম ফাউন্ডেশন কোর্সের অঙ্গ হিসেবে কমন ফাউন্ডেশন কোর্স নামে ‘আরম্ভ’ পাঠক্রম চালু করা হয়েছিল। এবছর এই ফাউন্ডেশন কোর্সটি শুরু হয় ১২ই অক্টোবর থেকে। করোনা মহামারীর কারণে এবছরের বিষয়ভিত্তিক অনুশীলন পর্ব – ‘আরম্ভ ২০২০’ অনুষ্ঠিত হয় ১৪ থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিশ্বের চিন্তনশীল ব্যক্তিত্ব তাঁদের চিন্তা ভাবনা এবং জ্ঞান ভাগ করে নেন। এবছরের থিম হিসেবে বাছা হয়েছিল “ভারত সরকার @ ১০০”।
 
এদিন অনুষ্ঠানে লালবাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসনিক অ্যাকাডেমির অধিকর্তা ডঃ সঞ্জীব চোপড়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডঃ জীতেন্দ্র সিং রাষ্ট্রপতি স্বর্ণ পদক জয়ী এবং সেরা আধিকারিক প্রশিক্ষণার্থীদের শংসাপত্র প্রদান করেন। এর পাশাপাশি মুসৌরির চার্লিভিলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আধিকারিকদের তৈরি করা একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র এদিন অনুষ্ঠানে পরিবেশিত হয়।
 
***
 
 
CG/SS/SKD

(Release ID: 1681870)