জলশক্তি মন্ত্রক
জল জীবন মিশনের অধীনে ২৭৮ লক্ষ বাড়িতে নল বাহিত জলের সংযোগ
Posted On:
16 DEC 2020 3:43PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৬ ডিসেম্বর, ২০২০
জল জীবন মিশন প্রকল্পে ২৭৮ লক্ষ বাড়িতে নল বাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার কথা সরকার ২০১৯ সালের ১৫ আগস্ট ঘোষণা করেন। বর্তমানে সারাদেশে গ্রামীণ এলাকায় মোট ৬.০১ কোটি বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ রয়েছে। দেশের মোট ১৮ টি জেলা ইতিমধ্যেই তাদের সমস্ত বাড়িতে নল বাহিত পানীয় জলের সংযোগ স্থাপন করেছে।
জল শক্তি মন্ত্রক জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি রাজ্যের সাথে যৌথভাবে নল বাহিত পানীয় জল সরবরাহের পদক্ষেপ গ্রহণ করে। সেই অনুযায়ী ২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত গ্রামীণ এলাকায় নল বাহিত পানীয় জল সরবরাহ করার কথা ঘোষণা করা হয়। সেই অনুযায়ী দেশের ১৯. ০৫ কোটি গ্রামীণ এলাকার বসতবাড়ির মধ্যে এ পর্যন্ত ৩.২৩ কোটি বাড়িতে নল বাহিত পানীয় জল দেওয়া সম্ভব হয়েছে। বাকি ১৫.৮১ কোটি বাড়িতে দেওয়ার কাজ চলছে। এজন্য ২০২০-২১ আর্থিক বছরে ২৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বেশকিছু রাজ্য ২০২৪ সালের আগেই সমস্ত বাড়িতে নল বাহিত পানীয় জল দেওয়ার লক্ষ্য অর্জন করবে বলে মনে করা হচ্ছে।
***
CG/SB
(Release ID: 1681247)
Visitor Counter : 173