স্বরাষ্ট্র মন্ত্রক

ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধা জানালেন শ্রী অমিত শাহ

Posted On: 06 DEC 2020 1:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর,  ২০২০

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ ভারতরত্ন বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। এক ট্যুইটে শ্রী শাহ জানিয়েছেন, “মহাপরিনির্বাণ দিবসে বাবাসাহেবের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, যিনি সমগ্র জাতিকে এক ভবিষ্যতমুখী ও সর্বব্যাপী সংবিধান উপহার দিয়েছিলেন, যা আজও দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সমতার পথ সুগম করছে। বাবাসাহেবের পদচিহ্ন অনুসরণ করে মোদী সরকার সমাজের বঞ্চিত শ্রেণী, যাঁরা দশকের পর দশক উন্নয়ন প্রক্রিয়া থেকে বাদ পড়েছিলেন, তাঁদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ”।

***

 

CG/BD/SB


(Release ID: 1678715) Visitor Counter : 166