তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার মন্ত্রক অনলাইন গেমিং, ফ্যান্টাসি স্পোর্টস ইত্যাদির বিজ্ঞাপন নিয়ে নির্দেশিকা জারি করল
Posted On:
04 DEC 2020 9:07PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ ডিসেম্বর, ২০২০
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজ অনলাইন গেমিং, ফ্যান্টাসি স্পোর্টস ইত্যাদি নিয়ে নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক সম্প্রচারকদের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার জারি করা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে। বিজ্ঞাপনগুলি যেন বিধি অথবা আইন বহির্ভূত কোনো কাজের প্রসার না ঘটায় তারও পরামর্শ দিয়েছে মন্ত্রক।
বিস্তারিত নির্দেশিকাটি নিম্নের লিঙ্কে পাওয়া যাবে-
***
CG/AP/NS
(Release ID: 1678593)
Visitor Counter : 127