অর্থমন্ত্রক

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ ডিআরআই এর ৬৩ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন

Posted On: 04 DEC 2020 5:41PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৪ ডিসেম্বর, ২০২০

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শ্রীমতি নির্মলা সীতারমণ ডিআরআই এর ৬৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় অপ্রত্যক্ষ ও সীমা শুল্ক পর্ষদের (সিবিআইসি)  অধীনে চোরাচালান বিরোধী গোয়েন্দা কার্যক্রম এবং তদন্তকারী সংস্থা হল রাজস্ব গোয়েন্দার এই মহানির্দেশনালয় অর্থাৎ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই।  

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছাড়াও অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি অর্থ মন্ত্রকের নর্থ ব্লকে অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ মহামারীর জন্য এবারের এই আয়োজন অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।  দেশ-বিদেশের ৪৫০ জন ডিআরআই, সিবিআইসি এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য আধিকারিকরা বিশ্বের নানা প্রান্ত থেকে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শ্রীমতি সীতারমণ, স্মাগলিং ইন ইন্ডিয়া রিপোর্ট 20১৯-২০ অর্থাৎ এই সময়ের ভারতের চোরাচালানের উপর প্রতিবেদন  প্রকাশ করেছেন- যেখানে সোনা, বিদেশি মুদ্রা, মাদকদ্রব্য চোরাচালান, নিরাপত্তা পরিবেশ এবং বাণিজ্যিক নানা জালিয়াতির সংঘটিত অপরাধের বিষয়ে এই নির্দেশালয় কি কি ব্যবস্থা নিয়েছে, তার উল্লেখ করা হয়েছে। ডিআরআই এর মুখ্য মহানির্দেশক শ্রী বলেশ কুমার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।  তিনি গত অর্থবর্ষে ডিআরই-এর সাফল্যের একটি খতিয়ান তুলে ধরেন।       

ডিআরআই এর আধিকারিকদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী  কোভিড-১৯- এর পরিস্থিতিতে এবং অন্যান্য নানা প্রতিকূল অবস্থায় কাজের প্রশংসা করেছেন। প্রবল ঝুঁকি সত্বেও ডিআরআই এর ৮00 জন আধিকারিকের  নিরলসভাবে কাজ করাকে  তিনি  প্রশংসা করেন। আধিকারিকরা যেভাবে বিভিন্ন মামলায় গ্রেফতার এবং অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন  তাকে নিমজ্জিত হিমশৈলের একটি চূড়া বলে মন্ত্রী উল্লেখ করেছেন।  তিনি আরো বলেছেন ভারতীয় কাস্টমস আধিকারিকরা দেশের আর্থিক ক্ষেত্রে অবরাধীদের দমনে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  

 শ্রীমতি সীতারমণ বিশ্বের নানা প্রান্তের কাস্টমসের গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়ার জন্য ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ভূমিকার কথাও উল্লেখ করেছেন। এই অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের মহাসচিব ডক্টর কুনিও  মিকুরিয়া ভাষণ দিয়েছেন।

অর্থ সচিব ডঃ অজয় ভূষণ পান্ডে বলেছেন,  বিভিন্ন বাণিজ্যিক জালিয়াতি, সীমান্তের অন্য প্রান্তের চোরাচালানের মত অপরাধীর মোকাবিলায় ডিআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে,  এর ফলে দেশের অর্থনীতি উপকৃত হয়। নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তথ্য বিশ্লেষণ, তথ্যের আদান-প্রদান এর উপরও তিনি গুরুত্ব দিয়েছেন।  

এই অনুষ্ঠানে সাহসিকতার জন্য ডিআরআই-এর কোচিন অঞ্চলের টিএস শ্রী নিজামুদ্দিন পুরস্কৃত হয়েছেন।  এছাড়াও ডিআরআই জয়পুরের একটি মামলায় সাক্ষী দেওয়ার জন্য শ্রী সুমের সেনকে পুরস্কৃত করা হয়েছে।

২০২০ সালের ডিআরআই উৎকৃষ্ট সেবা পদক পেয়েছেন ১৯৬১  সালের ভারতীয় রাজস্ব সেবা কাস্টমস ও সেন্ট্রাল এক্সাইজ আধিকারিক  শ্রী বি শংকরাণ,  তিনি তার কর্মজীবনের উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য পুরস্কৃত হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিআরআই একটি আন্তর্জাতিক আলোচনাচক্র পরিচালনা করেছে। আলোচনায় অস্ট্রেলিয়ান সীমান্তরক্ষী বাহিনী, নেদারল্যান্ডসের কাস্টমস দপ্তরের আধিকারিকরা,  বৃটেনের রাজস্ব ও কাস্টমস শাখা এবং ইন্টারপোলের সদস্যরা সহ দেশ-বিদেশের 200 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

***

 

CG/CB



(Release ID: 1678438) Visitor Counter : 1030