জলশক্তি মন্ত্রক

দেশে ১২৮টি চালু জলাধারের সঞ্চিত জলের পরিমাণ

Posted On: 04 DEC 2020 5:03PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৪ ডিসেম্বর, ২০২০
 
    সেন্ট্রাল ওয়াটার কমিশন (সিডব্ল্যুসি) কেন্দ্রীয় জল আয়োগ প্রতি সপ্তাহে দেশের ১২৮টি জলাধারের সঞ্চিত জলের পরিমাণ নিরীক্ষণ করছে। এই জলাধারগুলির মধ্যে ৪৪টি জলাধারের জল বিদ্যুতের সুবিধা আছে, যার ক্ষমতা ৬০ মেগাওয়াটের বেশি। এই ১২৮টি জলাধারের জল সঞ্চয়ের মোট ক্ষমতা ১৭২.১৩২ বিসিএম, দেশে  ২৫৭.৮১২ বিসিএম জলধারণের যে ক্ষমতা তৈরি করা হয়েছে তার ৬৬.৭৭ শতাংশ। ২০২০র ৩ ডিসেম্বরের জলাধারের সঞ্চিত জলের প্রতিবেদন অনুযায়ী এই জলাধারগুলিতে এখন সঞ্চিত জলের পরিমাণ ১৩৬.৮৬৬ বিসিএম যা এই জলাধারগুলির মোট ক্ষমতার ৮০ শতাংশ। তবে গত বছর এই একই সময়ে এই জলাধারগুলিতে সঞ্চিত জলের পরিমাণ ছিল ১৪৬.০২৪ বিসিএম এবং গত ১০ বছরের গড় সঞ্চয়ের পরিমাণ ছিল ১১৪.৪৩৯ বিসিএম। তাই ৩.১২.২০র প্রতিবেদন অনুযায়ী ১২৮টি জলাধারে সঞ্চিত জলের পরিমাণ গত বছরের একই সময়ে সঞ্চিত জলের পরিমাণের ৯৪ শতাংশ এবং গত ১০ বছরের গড় সঞ্চয়ের ১২০ শতাংশ। আঞ্চলিক ভিত্তিতে নিম্নলিখিত বিবরণ অনুযায়ী :
 
    উত্তরাঞ্চলে আছে হিমাচলপ্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থান। সিডব্লুসি-র তত্ত্বাবধানে আছে ৮টি জলাধার যার জল সঞ্চয়ের মোট ক্ষমতা ১৯.১৭ বিসিএম। ৩ ডিসেম্বর ২০২০র প্রতিবেদন অনুযায়ী এই জলাধারগুলিতে মোট প্রাপ্তব্য সঞ্চিত জলের পরিমাণ ১০.৬৬ বিসিএম যা এই জলাধারগুলির মোট ক্ষমতার ৫৬ শতাংশ। গত বছর এই একই সময় সঞ্চয় ছিল ৭৮ শতাংশ। গত বছরের একই সময়ে গত ১০ বছরের গড়ের ৬৯ শতাংশ। 
 
    পূর্বাঞ্চলে আছে ঝাড়খন্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, নাগাল্যান্ড। সিডব্লুসি-র তত্ত্বাবধানে আছে ১৯টি জলাধার যার মোট সঞ্চয়ের ক্ষমতা ১৯.৬৫ বিসিএম। ৩ ডিসেম্বর জলাধারে সঞ্চিত জলের প্রতিবেদন অনুযায়ী এই জলাধারগুলিতে মোট সঞ্চিত জলের পরিমাণ ১৩.৯০ বিসিএম যা এই জলাধারগুলির মোট ক্ষমতার ৭১ শতাংশ। গত বছর এই একই সময় সঞ্চিত জল ছিল ৭৮ শতাংশ। ওই সময়ে গত ১০ বছরের গড়ের ৭২ শতাংশ। 
 
    পশ্চিমাঞ্চলে আছে গুজরাট, মহারাষ্ট্র। সিডব্লুসি-র তত্ত্বাবধানে ৪২টি জলাধার আছে যার মোট সঞ্চয়ের ক্ষমতা ৩৫.২৪ বিসিএম। ৩ ডিসেম্বর ২০২০র জলাধারে সঞ্চিত জলের প্রতিবেদন অনুযায়ী এই জলাধারগুলির মোট প্রাপ্তব্য জলের পরিমাণ ৩১.৩৯ বিসিএম যা মোট ক্ষমতার ৮৯ শতাংশ। গত বছর একই সময় সঞ্চয়ের পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং ওই একই সময় গত ১০ বছরের গড় এই জলাধারগুলির মোট ক্ষমতার ৬৬ শতাংশ ছিল।
 
মধ্যাঞ্চলে আছে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। সিডব্লুসি-র তত্ত্বাবধানে আছে ২৩টি জলাধার যার মোট ক্ষমতা ৪৫.২৭ বিসিএম। ৩ ডিসেম্বর ২০২০র জলাধারে সঞ্চিত জলের প্রতিবেদন অনুযায়ী এই জলাধারগুলির মোট প্রাপ্তব্য জলের পরিমাণ ৩৭.৬৪ বিসিএম যা এই জলাধারগুলির মোট ক্ষমতার ৮৩ শতাংশ। গত বছর একই সময় সঞ্চয়ের পরিমাণ ছিল ৮৬ শতাংশ এবং ওই একই সময় গত ১০ বছরের গড় এই জলাধারগুলির মোট ক্ষমতার ৭০ শতাংশ ছিল।
 
দক্ষিণাঞ্চলে আছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এপি ও টিজি (দুটি রাজ্যের যৌথ দুটি প্রকল্প), কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু। সিডব্লুসি-র তত্ত্বাবধানে আছে ৩৬টি জলাধার যার মোট ক্ষমতা ৫২.৮১ বিসিএম। ৩ ডিসেম্বর ২০২০র জলাধারে সঞ্চিত জলের প্রতিবেদন অনুযায়ী এই জলাধারগুলির মোট প্রাপ্তব্য জলের পরিমাণ ৪৩.২৮ বিসিএম যা এই জলাধারগুলির মোট ক্ষমতার ৮২ শতাংশ। গত বছর একই সময় সঞ্চয়ের পরিমাণ ছিল ৮৩ শতাংশ এবং ওই একই সময় গত ১০ বছরের গড় এই জলাধারগুলির মোট ক্ষমতার ৬১ শতাংশ ছিল।
 
***
 
 
CG/AP/NS


(Release ID: 1678427) Visitor Counter : 137