সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি আজ নতুন দিল্লিতে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের বৈঠকে যোগ দেন
Posted On:
04 DEC 2020 3:18PM by PIB Kolkata
নতুন দিল্লী, ৪ ডিসেম্বর, ২০২০
জম্মু-কাশ্মীর এবং লে- কারগিলে খুব শীঘ্রই ওয়াকফ বোর্ড গঠন করা হবে বলে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের বৈঠকে শ্রী নাকভি বলেন, স্বাধীনতার পর এই প্রথম ওই দুটি স্থানে ওয়াকফ বোর্ড গঠন করা হবে। এ জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। জম্বু- কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর এটা সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান।
তিনি বলেন, ওয়াকফ বোর্ড স্থাপনের পর জম্মু-কাশ্মীর এবং লে- কারগিলে ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক সহায়তা প্রদান করবে বলে তিনি জানান। তিনি বলেন, ওই দুটি স্থানে প্রচুর পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে। সেগুলির জিও ট্যাগিং এবং জিপিএস ম্যাপিং এর কাজ শুরু করা হয়েছে।
শ্রী নাকভি বলেন,যেসব স্থানে ওয়াকফ সম্পত্তি দখল করা হয়েছে তা পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলিকে প্রয়োজনে ওয়াকফ মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম" কর্মসূচীর অঙ্গ হিসাবে জম্মু-কাশ্মীর এবং লে- কারগিল অঞ্চলে ওয়াকফের আওতাধীন জমির ওপর সরকার স্কুল-কলেজ আইটিআই, পলিটেকনিক, মেয়েদের হোস্টেল, হাসপাতাল প্রভৃতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
***
CG/SB
(Release ID: 1678399)
Visitor Counter : 206