বস্ত্রমন্ত্রক

বস্ত্র মন্ত্রক প্রযুক্তি বস্ত্রের জন্য একটি সমর্পিত রপ্তানী প্রসার পরিষদ গঠনের প্রস্তাবের আমন্ত্রণ জানাল

Posted On: 03 DEC 2020 1:42PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ ডিসেম্বর, ২০২০

    বস্ত্র মন্ত্রক পয়লা ডিসেম্বর ২০২০ তারিখের জন বিজ্ঞপ্তি মোতাবেক একটি সমর্পিত এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ইপিসি)গঠনের প্রস্তাবের আমন্ত্রণ জানাল। কোম্পানী আইন অথবা সোস্যাইটি রেজিস্ট্রেশন আইনে নথিভুক্ত রপ্তানী সংঘ এবং বাণিজ্যিক সংস্থাগুলিকে প্রস্তাব দিতে বলা হয়েছে ১৫ই ডিসেম্বর ২০২০র মধ্যে। 

    আন্তর্জাতিক বাণিজ্য প্রসার উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সব নির্দেশ মানতে হবে পরিষদকে এবং সময়ে সময়ে বৈদেশিক বাণিজ্যিক ডিরেক্টরেট জেনারেল চিহ্নিত এবং বিজ্ঞাপিত আইটিসি(এইচএস) ধারার প্রসারের জন্য দায়ী থাকতে হবে। 

    অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি ২৬শে ফেব্রুয়ারি ২০২০র বৈঠকে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইলস মিশন স্থাপনে অনুমোদন দেয় ১৪৮০ কোটি টাকা লগ্নিতে, সারা বিশ্বে দেশকে টেকনিক্যাল টেক্সটাইলসে নেতৃত্বের স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে। মিশন রূপায়নের মেয়াদ ৪ বছর। ২০২০-২১ থেকে ২০২৩-২৪। ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইলস মিশনের অন্যতম উপাদানের অংশ হল টেকনিক্যাল টেক্সটাইলসের জন্য এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল গঠন। 

    টেকনিক্যাল টেক্সটাইলস বস্ত্র শিল্পের ভবিষ্যৎ শিল্প এবং সুন্দর বিভাগ, যা কৃষি, সড়ক, রেললাইন, খেলাধূলায় ব্যবহারের জামা, স্বাস্থ্য এক দিকে,অন্যদিকে বুলেট প্রুফ জ্যাকেট, অগ্নি প্রতিরোধী জ্যাকেট, অতি উচ্চতায় যুদ্ধকালীন পোশাক, মহাকাশ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। 

***

 

CG/AP/NS



(Release ID: 1678131) Visitor Counter : 148