ভারতের প্রতিযোগিতা কমিশন

সিসিআই ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেড (ইসিএল) – এর সঙ্গে শ্রীকলাহস্তি পাইপস্‌ লিমিটেড (এসপিএল) – এর সংযুক্তিকরণের প্রস্তাব অনুমোদন করেছে

Posted On: 01 DEC 2020 1:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ডিসেম্বর, ২০২০
 
ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) প্রতিযোগিতা আইন, ২০০২ – এর ৩১ (১) ধারা অনুযায়ী ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেড (ইসিএল) – এর সঙ্গে শ্রীকলাহস্তি পাইপস্‌ লিমিটেড (এসপিএল) – এর সংযুক্তিকরণের প্রস্তাব অনুমোদন করেছে।
 
ইসিএল ভারতের একটি বেসরকারি স্বীকৃতিসম্পন্ন তালিকাভুক্ত সংস্থা এবং ইলেক্ট্রোস্টিল গ্রুপ অফ কোম্পানিজ – এর মূল মালিকানা ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেডের অধীনে রয়েছে। সংস্থাটি প্রাথমিকভাবে লোহার পাইপ, কাস্ট আয়রন পাইপ এবং আয়রন ফিটিং উৎপাদন ও সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত।
 
শ্রীকলাহস্তি পাইপস্‌ লিমিটেড বা এসপিএল ভারতে নথিভুক্ত একটি বেসরকারি স্বীকৃত সংস্থা। এই সংস্থা ইলেক্ট্রোস্টিল গ্রুপের একটি অংশ। তবে, সংস্থাটি লোহার পাইপ উৎপাদন ও সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত। ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেডের সঙ্গে শ্রীকলাহস্তি পাইপস্‌ লিমিটেডের সংযুক্তিকরণ ঘটলে এসপিএল সংস্থাটির আর অস্তিত্বই থাকবে না এবং সমগ্র সংস্থাটি ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেড নামে পরিচালিত হবে।
 
সংযুক্তিকরণের এই প্রস্তাব সম্পর্কিত সিসিআই – এর নির্দেশ শীঘ্রই জারি হবে।
 
***
 
 
CG/BD/SB


(Release ID: 1677360) Visitor Counter : 90