তথ্যওসম্প্রচারমন্ত্রক

প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকারের সঙ্গে শিখদের বিশেষ সম্পর্ক বিষয়ক পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে শ্রী প্রকাশ জাভড়েকর ও শ্রী হরদীপ সিং পুরী

Posted On: 30 NOV 2020 4:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২০

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর এবং কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আজ ‘প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর সরকারের সঙ্গে শিখদের বিশেষ সম্পর্ক বিষয়ক’ একটি পুস্তক প্রকাশ করেছেন। হিন্দি, পাঞ্জাবী ও ইংরাজী ভাষায় এই বইটি প্রকাশ করা হয়েছে। এই উপলক্ষে শ্রী হরদীপ পুরী বইটি প্রকাশ করার জন্য শ্রী জাভড়েকর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে অভিনন্দন জানান। তিনি আরও বলেন, শ্রী গুরুনানক দেবজীর ৫৫০তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য সরকার এক বছর আগে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই আজকের এই বই প্রকাশ অনুষ্ঠান। শ্রী পুরী আরও জানান, ব্রিটেন ও কানাডার একটি করে বিশ্ববিদ্যালয়ে গুরুনানক দেবজীর নামাঙ্কিত পদ গঠনের বিষয়ে সরকার এক বছর আগেই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, দ্রত কাজ সম্পন্ন করার যাবতীয় প্রয়াস নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তগুলি কার্যকর করার ব্যাপারে নজর রেখেছেন। এমনকি, রেকর্ড সময়ে শিখদের জন্য করতারপুর করিডর চালু করা হয়েছে। 

সুস্থায়ী উন্নয়ন ও মহিলা ক্ষমতায়নের বিষয়ে গুরু নানকদেবজীর শিক্ষা ও আদর্শের প্রতি কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারের কথা পুনরায় জানিয়ে শ্রী পুরী বলেন, গুরু মহারাজের শিক্ষা ও আদর্শগুলিকেও সরকারের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বই প্রকাশ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী অমিত খাড়ে উপস্থিত ছিলেন। শ্রী গুরু নানক দেবজীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ব্যুরো অফ আউটরিচ কম্যুনিকেশনের পক্ষ থেকে বইটি প্রকাশ করা হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে বইটি দেখা যেতে পারে https://static.pib.gov.in/WriteReadData/userfiles/English.pdf

***

 

CG/BD/SB


(Release ID: 1677242) Visitor Counter : 179