রেলমন্ত্রক

রেলের বৈদ্যুতিকরণ উৎসাহজনক ভাবে বেড়েছে


আজমীর থেকে দিল্লির মধ্যবর্তী রেলপথের একটি গুরুত্বপূর্ণ বিভাগ দিঘোয়ারা- বান্দিকুই বিদ্যুতায়িত হয়েছে

Posted On: 29 NOV 2020 6:23PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৯ নভেম্বর, ২০২০

 

রেল, শিল্প ও বাণিজ্য, ক্রেতা,খাদ্য এবং গণবণ্টন মন্ত্রী পীযূষ গোয়েল উত্তর-পশ্চিম রেলওয়ের অধীন দীঘাওয়ারা- বান্দিকুই শাখায় বৈদ্যুতিক করনের আজ সূচনা করেছেন। দীঘাওয়ারা স্টেশনে আয়োজিত ওই অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও রেল আধিকারিকরা উপস্থিত ছিলেন। রেল বৈদ্যুতিক ইকর্নের উদ্বোধন করে শ্রী পীযূষ গোয়েল বলেন, আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এই দিনটি গুরু নানকের জন্মজয়ন্তীর ঠিক প্রাক মুহূর্ত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় রেল তার প্রকল্প বাস্তবায়িত করে চলেছে। তিনি বলেন রাজস্থানের কোটা- মুম্বাই শাখায় ৩৫ বছর আগে বৈদ্যুতিকরণ হয়েছিল। এরপর কেউ ওই শাখার প্রতি নজর দেয়নি। ২০০৯ থেকে ১৪ সাল পর্যন্ত এক কিলোমিটার বৈদ্যুতিকরণের কাজ সেখানে হয়নি। এরপর থেকে বর্তমান বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৪৩৩ কিলোমিটার বৈদ্যুতিক ইকর্নের কাজ হয়েছে। তিনি বলেন, রেওয়ারি থেকে আজমির পর্যন্ত বৈদ্যুতিকীকরন হয়ে যাওয়ায় এবার দিল্লি থেকে আজমির খুব শীঘ্রই বৈদ্যুতিক ইঞ্জিনে ট্রেন চলাচল করবে। এরপরেই ওই শাখায় ডিজেল ইঞ্জিন চালানো বন্ধ করে দেওয়া হবে। এতে বাতাসে দূষণের মাত্রা অনেকটাই কমবে। বৈদ্যুতিকীকরণের ফলে ট্রেন চলাচলের গতি বাড়বে বলে রেলমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে যাওয়ার জন্য কিষাণ রেল চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে কোভিড পরিস্থিতির মোকাবিলায় মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। নতুন এই শাখায় প্রয়াগরাজের সেন্ট্রাল অর্গানাইজেশন ফর রেলওয়ে ইলেকট্রিফিকেশন এই বৈদ্যুতিকীকরনের কাজ করেছে। দিল্লী- সরাই রহিলা- মাদার শাখায় বৈদ্যুতিকীকরনের কাজ শেষ হওয়ার পর জয়পুর কে হস্তান্তরিত করা হয়েছে।

***

 

CG/SB



(Release ID: 1677090) Visitor Counter : 206