অর্থমন্ত্রক
২০২০-২১ অর্থবর্ষে অক্টোবর মাস পর্যন্ত ভারত সরকারের জমা-খরচের হিসাবের মাসিক পর্যালোচনা
Posted On:
27 NOV 2020 4:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০২০
ভারত সরকারের মাসিক জমা-খরচের হিসাবের সামগ্রিক ও একত্রিত পরিসংখ্যান অক্টোবর মাস পর্যন্ত প্রকাশিত হয়েছে। এই পরিসংখ্যান নিম্নরূপ –
ভারত সরকার চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭ লক্ষ ৮ হাজার ৩০০ কোটি টাকা হাতে পেয়েছে। এর মধ্যে কর রাজস্ব বাবদ ৫ লক্ষ ৭৫ হাজার ৬৯৭ কোটি টাকা, কর বহির্ভূত রাজস্ব খাতে ১ লক্ষ ১৬ হাজার ২০৬ কোটি টাকা এবং ঋণ বহির্ভূত মূলধন বাবদ ১৬ হাজার ৩৯৭ কোটি টাকা সংগ্রহ হয়েছে। ঋণ বহির্ভূত মূলধন সংগ্রহের মধ্যে ঋণ পুনরুদ্ধার বাবদ ১০ হাজার ২১৮ কোটি টাকা এবং বিলগ্নিকরণ বাবদ ৬ হাজার ১৭৯ কোটি টাকা সংগ্রহ হয়েছে।
ভারত সরকার কর বন্টন বাবদ প্রদেয় অংশ হিসাবে রাজ্য সরকারগুলিকে গত অক্টোবর মাস পর্যন্ত ২ লক্ষ ৯৭ হাজার ১৭৪ কোটি টাকা হস্তান্তরিত করেছে, যা গত বছরের তুলনায় ৬৯ হাজার ৬৯৭ কোটি টাকা কম।
ভারত সরকার ২০২০-২১ বাজেট হিসাব অনুযায়ী ১৬ লক্ষ ৬১ হাজার ৪৫৪ কোটি টাকা বিভিন্ন খাতে ব্যয় করেছে। এর মধ্যে ১৪ লক্ষ ৬৪ হাজার ৯৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে রাজস্ব সংগ্রহ খাতে এবং ১ লক্ষ ৯৭ হাজার ৩৫৫ কোটি টাকা ব্যয় হয়েছে মূলধন খাতে। রাজস্ব খাতে মোট ব্যয়ের ৩ লক্ষ ৩৩ হাজার ৪৫৬ কোটি টাকা সুদ মাশুল বাবদ ব্যয় হয়েছে এবং ১ লক্ষ ৮৫ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে বিভিন্ন জরুরি ভর্তুকি খাতে।
***
CG/BD/SB
(Release ID: 1676586)
Visitor Counter : 174