জাহাজচলাচলমন্ত্রক
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহণ মন্ত্রক জনসাধারণের মতামত ও প্রস্তাবের জন্য খসড়া মার্চেন্ট শিপিং বিল জারি করেছে;
নতুন বিলটির উদ্দেশ্য হ’ল ১৯৫৮’র মার্চেন্ট শিপিং আইন বাতিল করা
Posted On:
26 NOV 2020 3:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২০
কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহণ মন্ত্রক জনসাধারণের মতামত জানার জন্য খসড়া মার্চেন্ট শিপিং বিল, ২০২০ জারি করেছে। এই বিলের উদ্দেশ্য হ’ল – ১৯৫৮’র মার্চেন্ট শিপিং আইন (১৯৫৮’র ৪৪ নম্বর ধারা) এবং ১৮৩৮ – এর কোস্টিং ভেসেলস্ আইন (১৯৩৮ – এর ১৯ নম্বর ধারা) সম্পূর্ণ বাতিল করা।
খসড়া মার্চেন্ট শিপিং বিল, ২০২০ কার্যকর করার উদ্দেশ্যই হ’ল ভারতীয় জাহাজ চলাচল ক্ষেত্রের আরও অগ্রগতি তথা মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটেন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার মতো জাহাজ পরিবহণ ক্ষেত্রে অগ্রণী দেশগুলির শ্রেষ্ঠ পন্থা-পদ্ধতিকে এই খসড়া বিলে অন্তর্ভুক্ত করা। ভারত আইএমও কনভেনশন/প্রোটোকলগুলি গ্রহণ করেছে এবং বিধি অনুযায়ী এগুলি মেনে চলতে বদ্ধ পরিকর। তাই, খসড়া মার্চেন্ট শিপিং বিলে জলযানের সুরক্ষা ও নিরাপত্তা, মাঝ সমুদ্রে জীবনের সুরক্ষা, সামুদ্রিক দূষণ প্রতিরোধ, নৌ-বাণিজ্যিক দায়বদ্ধতা ও ক্ষতিপূরণ মেটানো তথা আন্তর্জাতিক কনভেনশনগুলির আওতায় ভারতের মান্যতাকে আরও সুদৃঢ় করার সমস্ত বিষয় এই খসড়া বিলে অন্তর্ভুক্ত হয়েছে।
খসড়া মার্চেন্ট শিপিং বিল, ২০২০-র উল্লেখযোগ্য কয়েকটি দিক নিম্নরূপ :
• সহজে ব্যবসা-বাণিজ্যের প্রসার
• ডিজিটাল প্রযুক্তির সর্বাধিক প্রয়োগ
• জলযান এবং জাহাজগুলিকে বাণিজ্যিক উপযোগী সম্পদ হিসাবে স্বীকৃতি
• পরিত্যক্ত জলযানগুলিতে ভারতীয় নাবিকদের স্বার্থ সুরক্ষা এবং পরিত্যক্ত জলযানটির নিরাপত্তা
***
CG/BD/SB
(Release ID: 1676178)
Visitor Counter : 293