সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

জেনারেল ভি কে সিং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একক ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন

Posted On: 26 NOV 2020 1:47PM by PIB Kolkata
নতুন দিল্লী, ২৬ নভেম্বর, ২০২০
 
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন প্রতিটি ব্যক্তি জাতীয়  সুরক্ষায় কিছুটা ভূমিকা নিতে পারেন। তিনি বলেন, সাধারণ মানুষের ধারণা জাতীয় সুরক্ষার বিষয়টি কেবলমাত্র উর্দিধারী কর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি।
 
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আই আইআইপিএ- আয়োজিত গতকাল জাতীয় নিরাপত্তা বিষয়ক  মতবিনিময়ের মাধ্যমে তিনি অভিহিত করেন যে, মানসিকতা এবং নীতিগত পরিবর্তন সম্পূর্ণ জাতীয় নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে প্রযোজ্য। জাতীয় সুরক্ষা বলতে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, জ্বালানি সুরক্ষা, সাইবার সুরক্ষা প্রভৃতি বিষয়েও গুরুত্ব দেওয়ার প্রয়োজন।
কেন্দ্রীয় মন্ত্রী আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি জাতীয় সুরক্ষায় উদ্ভাবন এবং দক্ষতার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর ভারত গড়ে তোলার জন্য দেশীয় উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির প্রতি আলোকপাত করেন।
 
ওই অনুষ্ঠানে আইআইপিএ-র ফ্যাকাল্টি মেম্বার ও বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী সেখানে মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
 
***
 
CG/SB

(Release ID: 1676121) Visitor Counter : 159