প্রতিরক্ষামন্ত্রক

আন্দামান সাগরে ত্রিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন সিটিমেক্স-২০

Posted On: 22 NOV 2020 10:14AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ নভেম্বর, ২০২০

 

আন্দামান সাগরে ২১ ও ২২ নভেম্বর ভারত সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের দ্বিতীয় পর্যায়ের ত্রিপাক্ষিক নৌ অনুশীলন "সিটমেক্স"-২০, অনুষ্ঠিত হয় ।

সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত জাহাজ এ এস ডাবলু কর্ভেট কামোর্তা এবং ক্ষেপণাস্ত্র কর্ভেট কর্মুক সহ ভারতীয় নৌবাহিনীর জাহাজ গুলি আন্দামান সাগরে অনুশীলনে অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে "সিটমেক্স" এর প্রথম পর্যায় হয়েছিল পোর্ট ব্লেয়ারের কাছে ২০১২ সালের সেপ্টেম্বরে। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সিঙ্গাপুর নেভি এবং রয়াল থাই এর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্যই এই অনুশীলনের ব্যবস্থা করা হয়।

কোভিড জনিত বর্তমান পরিস্থিতিতে অতিমারির কথা বিবেচনা করে দূরত্ব বজায় রেখে তিনটি বন্ধুত্বপূর্ণ দেশ সমুদ্রে এই মহড়া চালিয়েছে। যা সমুদ্রসীমাতে সংযোগ সমন্বয় ও সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করেছে। দুদিনের এই অনুশিলনে তিনটি নৌ বাহিনী নৌ চালনা, যুদ্ধের অনুশীলন এবং অস্ত্র চালনার ওপর গুরুত্ব দিয়েছে।

সিটিমেক্স-২০ র মাধ্যমে তিনটি দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

***

 

CG/SB



(Release ID: 1674989) Visitor Counter : 200