কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে কোভিড-১৯ সংক্রমণ রোধে সব নীতি-নির্দেশিকা পালন করা হচ্ছে

Posted On: 21 NOV 2020 5:43PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২১ নভেম্বর, ২০২০

লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে ২০শে নভেম্বর থেকে ৫৭ জন প্রশিক্ষণরত আধিকারিকের কোভিড সংক্রমণ ধরা পরেছে। সিভিল সার্ভিস নতুন ব্যাচের ৯৫তম ফাউন্ডেশন কোর্স এখন সেখানে হচ্ছে। ক্যাম্পাসে ৪২৮ জন প্রশিক্ষণরত আধিকারিক রয়েছেন। 

স্বরাষ্ট্র মন্ত্রক এবং দেরাদুন জেলা প্রশাসনের কোভিড-১৯ সংক্রমণ শৃঙ্খল ভাঙতে সব নিয়ম অ্যাকাডেমি পালন করছে। যে সমস্ত প্রশিক্ষণরত আধিকারিকদের সংক্রমণ ধরা পরেছে তাদের ২০ তারিখ থেকে কোভিড নির্ধারিত কেন্দ্রে নিভৃতাবাসে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায়  আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

অ্যাকাডেমি সিদ্ধান্ত নিয়েছে প্রশিক্ষণ সহ সব রকমের কাজকর্ম তেশরা ডিসেম্বর পর্যন্ত অনলাইনে হবে। প্রশিক্ষণরত আধিকারিক এবং কর্মীদের শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধুতে হবে।

প্রশিক্ষণরত আধিকারিকদের হোস্টেলে কর্মীরা যথাযথ নিয়ম মেনে খাবার এবং অন্যান্য জিনিস সরবরাহ করছে। 

***

 

CG/CB /NS



(Release ID: 1674805) Visitor Counter : 144