বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
থ্যালাসেমিয়া, দুকান্নে ম্যাসকুলার ডিসট্রফি ও হেমোফিলিয়ার জেনেরিক পদ্ধতিতে চিকিৎসার উদ্ভাবন করেছেন স্বর্ণজয়ন্তী ফেলো
प्रविष्टि तिथि:
18 NOV 2020 2:03PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৮ নভেম্বর, ২০২০
খুব কম বয়সে বেশি দুর্বল হয়ে যাওয়ার দুকান্নে ম্যাসকুলার ডিসট্রফি দেখা যায় এবং যারা এই অসুখে আক্রান্ত হন তাদের অবস্থার অবনতি দ্রুত হতে থাকে।
দুকান্নে ম্যাসকুলার ডিসট্রফির সারানোর কোন চিকিৎসা এখনও বের হয়নি। জীবনধারা উন্নয়নের মধ্য দিয়ে এর নিয়ন্ত্রণ করা সম্ভব।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-এর অ্যাসিসট্যান্ট প্রফেসার অধ্যাপক শ্রী সন্দীপ ঈশ্বরাপ্পা এ বছরের কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বর্ণ জয়ন্তী ফেলোশিপ পেয়েছেন। তিনি এই অসুখটির নিরাময়ের জন্য গবেষণা চালাচ্ছেন। কোডন খুব তাড়াতাড়ি থেমে গেলে জিনগত কারণে এই অসুখটি দেখা যায়। অধ্যাপক ঈশ্বরাপ্পা জিন রেগুলেশনের মাধ্যমে এই অসুখ নিরাময়ের চেষ্টা চালাচ্ছেন।
তাঁর নেতৃত্বে গবেষকদের একটি দল ডিএনএ-র মধ্যে পরিবর্তন ঘটাচ্ছে, যারফলে নির্দিষ্ট একটি প্রোটিনের উপাদন থেমে যাবে। গবেষকরা এই একই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থ্যালাসেমিয়া সহ অন্যান্য অসুখের ক্ষেত্রেও নিরাময়ের জন্য উদ্যোগী হয়েছেন। দুকান্নে ম্যাসকুলার ডিসট্রফি-র জন্য যে থেরাপিটি ব্যবহার করা হচ্ছে সেটি হেমোফিলিয়া চিকিৎসাতেও প্রয়োগ করে সাফল্য পাওয়া যাচ্ছে।
জিনে থাকা যেকোন প্রোটিন তৈরি হলে সেটি এমআরএনএ-তে পরিণত হয়, যেটি পরবর্তীকালে পূর্ণ প্রোটিনের রূপ পায়। ম্যাক্রো মলিকিউলার পদ্ধতিতে যে প্রোটিনের সংশ্লেষ হয় তাকে রাইবোজোম বলে। রাইবোজোম এমআরএনএর উপর একটি নির্দিষ্ট জায়গা থেকে এই প্রক্রিয়াটি শুরু করে যাকে কোডন শুরু হওয়া বলে শনাক্ত করা হয়। আর এই পদ্ধতির শেষ হওয়াকে স্নায়ুর মাধ্যমে যে বার্তা পাঠানো হয় তাকে কোডন শেষ হওয়া বলে চিহ্নিত করা হয়ে থাকে। এই ধরণের অসুখের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রক্রিয়াটি যখন স্নায়ুর মাধ্যমে বার্তা পৌঁছায়না তখন ওই প্রোটিনের কাজ ব্যাহত হয়।
অধ্যাপক ঈশ্বরাপ্পা দেখেছেন নির্দিষ্ট কিছু এমআরএনএ কিছু কিছু ক্ষেত্রে রাইবোজোমের গঠনকে ভুল বুঝে বার্তা পাঠানো বন্ধ করে। এইভাবে এই অসুখের সূত্রপাত হয়। তারা এই সমস্যার সমাধানের জন্য একটি দীর্ঘমেয়াদী প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়া উদ্ভাবন করেছেন। যার ফলে এই অসুখের নিরাময় করা সম্ভব হতে পারে।
***
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1673876)
आगंतुक पटल : 202