আইনওবিচারমন্ত্রক

রাষ্ট্রপতি ২৮ জন অতিরিক্ত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন

Posted On: 17 NOV 2020 5:44PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭ নভেম্বর, ২০২০

রাষ্ট্রপতি সংবিধানের ২১৭ ধারার ১ উপধারার ক্ষমতা অনুসারে ২৮ জন অতিরিক্ত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। এঁরা হলেন, শ্রী প্রকাশ পাড়িয়া, শ্রী অলক মাথুর, শ্রী পঙ্কজ ভাটিয়া, শ্রী সৌরভ লাভানিয়া, শ্রী বিবেক ভার্মা, শ্রী সঞ্জয় কুমার সিং, শ্রী পীযুষ আগরওয়াল, শ্রী সৌরভ শ্যাম শামশেরয়, শ্রী যশপ্রীত সিং, শ্রী রাজীব সিং, শ্রীমতি মঞ্জুরানি চৌহান, শ্রী করুনেশ সিং পাওয়ার, ডঃ যোগেন্দ্র কুমার শ্রীবাস্তব, শ্রী মনীশ মাথুর, শ্রী রহিত রঞ্জন আগরওয়াল, শ্রী রামকৃষ্ণ গৌতম, শ্রী উমেশ কুমার, শ্রী প্রদীপ কুমার শ্রীবাস্তব, শ্রী অনিল কুমার-৯, শ্রী রাজেন্দ্র কুমার-৪, মহম্মদ ফৈয়জ আলম খান, শ্রী বিকাশ কুনোয়ার শ্রীবাস্তব, শ্রী বীরেন্দ্র কুমার শ্রীবাস্তব, শ্রী সুরেশ কুমার গুপ্ত, সুশ্রী ঘান্ডিকোটা শ্রীদেবী, শ্রী নরেন্দ্র কুমার জোহারি, শ্রী রাজবীর সিং এবং শ্রী অজিত সিং। এঁদের সকলের অতিরিক্ত বিচারপতির মেয়াদ শেষ হচ্ছে ২১শে নভেম্বর। আজকের তারিখে এঁদের এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হল। সুশ্রী ঘান্ডিকোটা শ্রীদেবী তেলেঙ্গানা হাইকোর্টে কর্মরত। বাকিরা এলাহাবাদ হাইকোর্টে কর্মরত।

***

 

 

CG/CB/NS



(Release ID: 1673531) Visitor Counter : 126