নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

আইআরইডিএ-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা

Posted On: 12 NOV 2020 12:30PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১২ নভেম্বর, ২০২০
 
    পুনর্নবীকরণ শক্তি মন্ত্রকের আওতাধীন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ভারতীয় পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা লিমিটেড (আইআরইডিএ)এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা নতুন দিল্লীর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ২০১৯-২০ অর্থবর্ষের আর্থিক হিসেব গৃহিত হয়।
 
    বার্ষিক সাধারণ সভায় আইআরইডিএ-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারক শ্রী প্রদীপ কুমার দাস ২০১৯-২০ অর্থবর্ষে সংস্থার সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, সংস্থার গড় আয় ১৭.৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,৩৭২.৩৮ কোটি টাকা হয়েছে। তিনি বলেন, আইআরইডিএ ১২ হাজার ৬৯৬ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছ এবং ৮ হাজার ৭৮৫ কোটি টাকা বিতরণ করেছে। গত বছর ৩ হাজার ২৬৬ মেগাওয়াটের সঙ্গে অতিরিক্ত ৫ হাজার ৬৭৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধির সহায়তায় বিভিন্ন প্রকল্প ক্ষেত্রে এই আর্থিক  ঋণ মঞ্জুর করা হয়েছে।
 
    ভবিষ্যতে এই সংস্থার কর্ম-পরিকল্পনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কার্যনিবাহী অধিকর্তা জানান দেশে ধারাবাহিকভাবে গ্রীন এনার্জি উৎপাদন ক্ষেত্রে পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির প্রয়াস চালানো হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী-কুসুম প্রকল্প, সৌর ও বায়ু চালিত হাইব্রীড প্রযুক্তি, জৈব জ্বালানী, ইথানল এবং কমপ্রেস্ড বায়ো গ্যাস ইত্যাদি নানান ক্ষেত্রে আগামীদিনে কাজে গতি আনতে একাধিক নীতি, উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুনর্নবীকরণ শক্তি ক্ষেত্রে সম্পদের ব্যবহার এবং বিভিন্ন চাহিদা পূরণে একাধিক আন্তর্জাতিক ও বহুপাক্ষিক সংস্থার সঙ্গে প্রয়াস চালানো হচ্ছে বলে তিনি জানান । 
 
***
 
 
CG/SS/NS


(Release ID: 1672451) Visitor Counter : 115