সারওরসায়নমন্ত্রক

এনআইপিইআর-হায়দ্রাবাদের ১৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

Posted On: 10 NOV 2020 6:21PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১০ নভেম্বর, ২০২০
 
    হায়দ্রাবাদের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ আজ ১৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য পদ্মভূষণ পুরস্কার জয়ী শ্রী ভি কে সারস্বত, জেএনইউ উপাচার্য, ডিআরডিও-এর প্রাক্তন মহানির্দেশক। 
 
    জৈব প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ রেনু স্বরূপ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বক্তব্য রাখেন।
 
    ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-হায়দ্রাবাদ (এনআইপিইআর-হায়দ্রাবাদ)এর অধিকর্তা ডঃ শশীবালা সিং স্বাগত ভাষণ দেন। তিনি বলেন, মাত্র ১৩ বছরের যাত্রাপথে এই প্রতিষ্ঠান একাধিক কৃতিত্ব অর্জন করেছে। ন্যাশনাল ইন্সটিটিউশনাল রাঙ্কিং ফ্রেম ওয়ার্ক (এনআইআরএফ) ২০২০র আওতায় ফার্মাসি বিভাগে এই প্রতিষ্ঠান পঞ্চম স্থান অর্জন করেছে। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠান ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যাডভান্সড স্টাডিজ এবং শিক্ষণ ক্ষেত্রে শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। এমনকি বিশ্বব্যাপি কোভিড-১৯এর মতো মহামারী মোকাবিলায় এই প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ব্যবহার করে শিক্ষাদান মূলক কার্যক্রম চালাতে সক্ষম হয়েছে। এছাড়াও গত ২৪শে জুলাই এই প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তির ওপর নির্ভর করে সফলভাবে ই-সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও এই প্রতিষ্ঠান একাধিক আলোচনাসভা, কর্মশালা, ওয়েবিনার এবং প্রশিক্ষণমূলক কর্মসূচি আয়োজন করেছে অনলাইন ভিত্তিতে। এই প্রতিষ্ঠান মেডিকেল ডিভাইস (এমটেক) পাঠক্রমও চালু করেছে। 
 
    এদিনের অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জৈব প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ রেনু শর্মা জানান, এই প্রতিষ্ঠান ওষুধ নির্মাণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রের সম্প্রসারণে এই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। কোভিড-১৯এর মতো সংকটময় পরিস্থিতিতে এনআইপিইআর স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এদিনের অনুষ্ঠানে নীতি আয়োগের সদস্য পদ্মভূষণ পুরস্কার জয়ী শ্রী ভি কে সারস্বত জানান, বিশ্বব্যাপি ফার্মাসিউটিক্যাল শিল্পক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে ভারতের এই প্রতিষ্ঠানের অবদান উল্লেখযোগ্য। আলোচনার শেষে তিনি এনআইপিইআর-হায়দ্রাবাদ গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত-বিনিময় চালান। 
 
***
 
 
CG/SS/NS


(Release ID: 1671834) Visitor Counter : 135